দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ চলে গেছেন মারাদোনা। গভীরতম শোকে ভেঙে পড়েছে ফুটবল বিশ্ব। কিছুদিন আগেই মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার কারণে সার্জারির জন্য তাঁকে ভর্তি হতে হয় হাসপাতালে। তবে অপারেশনের পর সুস্থই ছিলেন তিনি। কিন্তু অতিরিক্ত মদ্যপান জনিত অসুস্থতার কারণে তাকেই রিহ্যাবে রাখার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। সেখানেই হঠাৎ হার্ট অ্যাটাকে চিরঘুমের দেশে চলে যেতে হয় তাকে।
ফুটবলের সংজ্ঞা বদলে দিয়েছিলেন আর্জেন্টিনার এই অ্যাটাকিং মিডফিল্ডার। পেলের মত বিশ্বসেরাদের সাথেই একযোগে উচ্চারিত হয় দিয়েগো আর্মন্দো মারাদোনার নাম। দেশের হয়ে মোট ৯১ টি ম্যাচে ৩৪ টি দুর্দান্ত গোল উপহার দিয়েছিলেন তিনি। তার অধিনায়কত্বেই ১৯৮৬ সালে বিশ্বকাপ জয় করে আর্জেন্টিনা। কেই বা ভুলতে পারে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে তার “হ্যান্ড অফ গড” নামে খ্যাত সেই বিখ্যাত গোলটি। ১৯৯০ এবং ১৯৯৪ সালেও দেশকে নেতৃত্ব দান করেছিলেন তিনি।
ক্লাব ফুটবলেও একইরকম সপ্রতিভ ছিলেন মারাদোনা। একাধিক সময় প্রতিনিধিত্ব করেছেন বার্সেলোনা, নাপোলি, বোকা জুনিয়র্সের মত দল গুলিতে।
ফুটবল জীবনে মোট ২৫৯ টি গোল রয়েছে মারাদোনার। ১৯৮৬তে বিশ্বকাপ জয়ের সাথে সাথে ১৯৯০ সালেও ইতালিতে দেশকে রানার্সআপে পৌঁছে দেন তিনি।
তাই কিংবদন্তির জীবনাবসানে শোকোস্তব্ধ সকলেই। আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন এক বিবৃতিতে জানায়,” এক কিংবদন্তির মৃত্যুর জন্য গভীর দুঃখ প্রকাশ করছি। আপনি সব সময় আমাদের হৃদয়ে থাকবেন।”
তিন দিনের জাতীয় শোক ঘোষণা করে আর্জেন্টিনার রাষ্ট্রপতি আলবার্তো ফার্নান্দেজ বলেন,”আপনি আমাদেরকে বিশ্বের শীর্ষে নিয়ে গিয়েছিলেন। দিয়েগো আপনাকে ধন্যবাদ। আমরা আপনাকে আমাদের সারা জীবন মিস করতে চলেছি।”
ব্রাজিলের অন্যতম কিংবদন্তি ফুটবলার পেলে টুইটারে লেখেন,”কী দুঃখজনক খবর। আমি একটি দুর্দান্ত বন্ধুকে হারিয়েছি এবং এক কিংবদন্তিকে হারাল সারাবিশ্ব। এখনও অনেক কিছু বলা দরকার, তবে ঈশ্বর পরিবারের সদস্যদের শক্তি দিন। আমি আশা করি একদিন যেন আমরা একসাথে আকাশে ফুটবল খেলতে পারি।”
শোক জ্ঞাপন করেছেন ইংল্যান্ড তারকা গ্যারি লিনিয়েকারও।এই মারাদোনার কাছেই ৮৬’ বিশ্বকাপে পরাজিত হয়েছিলেন তারা। তিনি লেখেন,” আমার প্রজন্মের সেরা খেলোয়াড় এবং তর্কসাপেক্ষে হয়তো সর্বকালের সেরা “
প্রাক্তন টটেনহ্যাম তথা আর্জেন্টিনার সতীর্থ অরি আর্ডিলস বলেন,”আপনার বন্ধুত্বের জন্য প্রিয় দিয়েগো আপনাকে ধন্যবাদ, আপনার ফুটবল, উত্কৃষ্টতা, তুলনাহীন। ফুটবলের ইতিহাসের সেরা ফুটবল খেলোয়াড়। একসাথে অনেক উপভোগ্য মুহূর্ত কাটিয়েছি।কোনটি সেরা তা বলা হয়তো অসম্ভব।”
নিজের সঙ্গে মারাদোনার ছবি শেয়ার করে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেছেন নেমার জুনিয়রও।তিনি লেখেন “ডন দিয়েগো মারাদনা ফুটবলের অন্যতম কিংবদন্তি।”
শেষ শ্রদ্ধা জানিয়েছেন বিখ্যাত দৌড়বিদ উসাইন বোল্টও। টুইটারে তিনি লেখেন, “কিংবদন্তি মারাদোনা আপনার আত্মা চির শান্তি পাক।”