দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আবারো ফুটবল-ক্রিকেট মিশে গেল একসাথে, রয়ে গেল স্পোর্টসম্যানশিপ। আর মিশিয়ে দিলেন সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ তারকা স্পোর্টসম্যান মারাদোনা। মারাদোনার স্মৃতিতে আজ ম্যাচের আগে বেঙ্গল টি-টোয়েন্টি লীগে ১ মিনিটের নীরবতা পালন করল দুই দল।
আজ বেঙ্গল টি-টোয়েন্টি লীগে লড়াইয়ের ময়দানে নেমেছিল তপন মেমোরিয়াল এবং কলকাতা কাস্টমস। মাঠে নেমে খেলা শুরুর আগে ফুটবলের অন্যতম শ্রেষ্ঠ তারকা দিয়েগো মারাদোনার স্মৃতির উদ্দেশ্যে ১ মিনিটের নীরবতা পালন করে দুই দল। কাল সারা বিশ্বকে কাঁদিয়ে চলে গেছেন মারাদোনা। শেষ হয়েছে ফুটবলের এক স্বর্ণালী অধ্যায়। তাতেই আজ সম্মান জানালো দুই পক্ষ।
প্রসঙ্গত উল্লেখ্য আজকের টি-টোয়েন্টি লিগে প্রথমে ব্যাট করে মাত্র ১২১ রানেই শেষ হয়ে যায় কলকাতা কাস্টমসের ইনিংস। দলের হয়ে ৪১ বলে চারটি চারের সাহায্যে দুরন্ত ৪৮ রানের ইনিংস খেলেন অগ্নিভ পান। তবে অভিষেক দাস ছাড়া আজ তেমন কেউই তাকে সাহায্য করতে পারেননি। তপন মেমোরিয়ালের হয়ে চার ওভারে মাত্র ১৮ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন সন্দীপন দাস। একটি উইকেট পেয়েছেন রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে আইপিএল খেলা শাহবাজ আহমেদও।
তবে এই অল্প রান তাড়া করতে নেমেও কাস্টমসের দুরন্ত বোলিংয়ের জেরে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি তপন মেমোরিয়াল। শাহবাজ আহমেদ ছাড়া ক্রিজে তেমন ভাবে টিকে থাকতে পারেননি কেউই। শেষ পর্যন্ত মাত্র ২৫ বলে ৩০ রান করে রবিকান্ত সিংহের বলে এলবিডব্লিউ হয়ে শাহবাজ ফিরতেই ভেঙে পড়ে তপন মেমোরিয়াল। ফলে নির্ধারিত কুড়ি ওভারে মাত্র ১১০ রানেই শেষ হয়ে যায় তাদের ইনিংস। কাস্টমসের হয়ে চার ওভারে মাত্র ১৩ রান দিয়ে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন করন লাল।