29 C
Kolkata
Monday, March 27, 2023
More

    ক্যালকাটা মিরর এক্সক্লুসিভঃ ইস্টবেঙ্গল না মোহনবাগান ডার্বিতে কাকে এগিয়ে রাখলেন দীপেন্দু বিশ্বাস!-অভিরূপ দাস

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃকাল আইএসএলে মুখোমুখি হতে চলেছে কলকাতার দুই প্রিয় দল ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। মোহনবাগান নামের আগে এটিকে এবং ইস্টবেঙ্গলের নামের আগে শ্রী সিমেন্ট বসলেও সমর্থকদের উচ্ছ্বাস আবেগ তুঙ্গে।এই আবেগ এবং উচ্ছ্বাসের মধ্যেই আছে রণনীতির প্যাঁচ কষাকষি। একদিকে রবি ফাওলার অন্যদিকে হাবাস। কার রননীতি হবে সুপারহিট। পিলকিংটন নাকি মাঘোমা,রয় কৃষ্ণা ডেভিড উইলিয়ামস কারা থাকবেন এগিয়ে। এ নিয়ে ক্যালকাটা মিরর ডেস্কের পক্ষ থেকে আমরা যোগাযোগ করেছিলাম খ্যাতনামা ফুটবলার তথা মহামেডানের অন্যতম পরিচালক দীপেন্দু বিশ্বাসের সাথে। আসুন দেখে নেওয়া যাক কাকে এগিয়ে রাখলেন তিনি।

    প্রশ্নঃ দীপেন্দুদা কালকের ম্যাচে মুখোমুখি হতে চলেছে কলকাতা দুই প্রিয় দল ইস্টবেঙ্গল এবং মোহনবাগান, কাকে এগিয়ে রাখবেন আপনি?

    উত্তরঃ কাল আইএসএলের প্রথম ম্যাচ যেখানে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান মুখোমুখি হবে। মোহনবাগান অনেকটাই প্রস্তুত দল। এটিকে আগেও আইএসএল জিতেছে এবং এবার সন্দেশের মতো একজন ডিফেন্ডার তাদের সঙ্গে রয়েছে।যে এই মুহূর্তে ভারতের অন্যতম শ্রেষ্ঠ ডিফেন্ডার। মোহনবাগান একটি ম্যাচ খেলেছে এবং জিতেছেও।তবে মনে রাখতে হবে ইস্টবেঙ্গল একটা অজানা বিপক্ষ। কাল তারা প্রথমবার মাঠে নামতে চলেছে। ম্যাচটার অনেক বৈচিত্র আছে। যদিও আমি কোন অনুমান করতে চাইনা কে জিতবে কে হারবে, তবে ইস্টবেঙ্গল দলেও অনেক ভালো খেলোয়াড় রয়েছে এবং অজানা বিপক্ষ সব সময়ই ভয়ঙ্কর হয়। যদিও দু’পক্ষের খেলোয়াড়দের দক্ষতা এবং ক্ষমতা নিয়ে কোন সন্দেহ নেই। তবু বিশ্বের যে কোনো দলেরই প্রস্তুত হতে একটু সময় লাগে। আর সেই কারণেই আমি মোহনবাগানকে কিছুটা এগিয়ে রাখছি।

    প্রশ্নঃ দাদা মোহনবাগানের তরফে ডেভিড উইলিয়ামস রয় কৃষ্ণাকে কেমন দেখছেন?

    উত্তরঃ ডেভিড উইলিয়ামস অবশ্যই একজন বড় খেলোয়ার। ডেভিড এবং রয় কৃষ্ণার যুগলবন্দীর সাথে প্রবীর, প্রীতমও তৈরি রয়েছে। সুতরাং ওদের কোর দল রেডি।

    প্রশ্নঃ কালকের ম্যাচে খেলোয়াড়দের সাথে সাথে দুই অভিজ্ঞ কোচেরও লড়াই ফাওলার নাকি হাবাস কাকে এগিয়ে রাখছেন আপনি?
    উত্তরঃ ফাওলার অত্যন্ত বড় খেলোয়াড়, তবে এ কথা ভুলে গেলে চলবে না হাবাসের দুটি আইএসএল জেতার অভিজ্ঞতা আছে।তাই আইএসএলের অভিজ্ঞতায় হাবাস কিছুটা এগিয়ে। তবে মোহনবাগান দল সম্পর্কে ফাওলার সমস্ত কথাই জানে, কিন্তু হাবাসের কাছে ইস্টবেঙ্গল এখনো কিছুটা অপরিচিত। আর আগেই বলেছি অপরিচিত বিপক্ষ কখনো কখনো ভয়ঙ্কর হয়ে উঠতে পারে।

    প্রশ্নঃদাদা ইস্টবেঙ্গলের ক্ষেত্রে পিলকিংটনের কতখানি ভূমিকা থাকবে?

    উত্তরঃ এক্ষেত্রে সমস্ত বিশেষজ্ঞরা যে কথা বলছেন আমিও একই কথা বলবো। সেট টিম হিসেবে মোহনবাগান কিছুটা এগিয়ে থাকলেও ইস্টবেঙ্গলের জয় সম্পূর্ণ নির্ভর করবে পিলকিংটনের ফর্মের উপর। উনি অত্যন্ত বড় খেলোয়ার যেকোনো সময় ম্যাচের ছবি বদলে দিতে পারেন।

    প্রশ্নঃ গত ম্যাচে মোহনবাগানের টিম গেম কেমন দেখলেন?

    উত্তরঃ প্রথম ম্যাচ তাই বিশেষ কিছু বলতে চাই না। খারাপ খেলিনি ওরা তবে ডিফেন্সটা আরেকটু ভালো হলে ইস্টবেঙ্গলের মত বড় প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করতে সুবিধা হবে।

    প্রশ্নঃ কাল সমর্থকদের চাপ কতটা থাকতে চলেছে খেলোয়াড়দের উপর?

    উত্তরঃ দেখো চাপ তো থাকবেই,আর সেটা ওরা এখনই অনুভব করতে পারছে। মনে রাখতে হবে এটা এটিকে এবং শ্রী সিমেন্টের ম্যাচ নয়। যদি তা হতো তাহলে চাপ থাকত না। কিন্তু জার্সির রংটা সবুজ-মেরুন এবং লাল-হলুদ,তাই সমর্থকদের এই চাপ খুব স্বাভাবিক। বসিরহাটের মত ছোট জায়গাতে বসেও আমি সমর্থকদের উত্তেজনা অনুভব করতে পারছি। তাহলে ওদের মধ্যে কি হচ্ছে?সেটা ভালই বোঝা যায়।

    প্রশ্নঃ এবারের আইএসএল এতদিন পর্যন্ত যে ম্যাচ দেখলেন কেমন লাগছে?

    উত্তরঃ অন্যান্যবারের আইএসএলের সঙ্গে এবারের আইপিএলের কোন তুলনাই হয়না।এবারের আইএসএলের দর্শক সংখ্যা অনেক বেশি থাকবে। ইস্টবেঙ্গল-মোহনবাগান মাঠে নামলে তার চেয়ে বড় ভারতীয় ফুটবলে আর কিছুই হতে পারে না। মোহনবাগান ইস্টবেঙ্গল একসাথে যে টুর্নামেন্ট খেলে তার গুরুত্ব এমনি বেড়ে যায়। এই দুটো দলের ইতিহাস এত প্রাচীন, ভারতীয় ফুটবলে এবারের টুর্নামেন্টই আলাদা মাত্রা পাবে।আশা রাখি পরের বছর মহামেডানও আইএসএলে নিজেদের স্থান করে নেবে।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    মাঝে মাঝেই জ্বরে ভুগছেন ? মুক্তি পেতে ভরসা রাখুন হোমিওপ্যাথিতে

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : জ্বরের অনেক কারণ থাকতে পারে তৎসহ জ্বরের বিভিন্ন উপসর্গ থাকে। নীচে জ্বরের উপসর্গ অনুযায়ী...

    ৩রা এপ্রিল ছুটি ঘোষণা করল রাজ্য সরকার !

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর। এবার মহাবীর জয়ন্তীতেও ছুটি দিচ্ছে রাজ্য সরকার। শনিবার...

    কবে শুরু হচ্ছে ICC ক্রিকেট বিশ্বকাপ ? দেখুন সম্পূর্ণ সময়সূচি

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : গোটা বিশ্বের ক্রিকেট সমর্থকদের জন্য একটি সুখবর ইতিমধ্যেই জানতে পারা গিয়েছে। চলতি বছর...

    বাড়ছে গরমের প্রকোপ ! সপ্তাহ শেষে নামবে বৃষ্টি

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : পশ্চিমী অক্ষরেখার প্রভাবে বেশ কয়েকদিন ধরে বৃষ্টি চলছে বাংলায়। পাশাপাশি ইতিমধ্যেই বাংলার উপর...

    ঋতু পরিবর্তনে সর্দি-কাশি-জ্বর নিয়ে জেরবার , সম্পূর্ণ মুক্তি দেবে হোমিওপ্যাথি

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ঋতু পরিবর্তনের সময় সাধারণ সর্দি, কাশি, জ্বর, মাথা যন্ত্রণা, অ‌্যাজমার পাশাপাশি নিউমোনিয়া, ব্রঙ্কাইটিসের ঝুঁকিও...