দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ চলে গেছেন ফুটবলের রাজপুত্র মারাদোনা। মস্তিষ্কে অস্ত্রোপচার সফল হলেও রিহ্যাবে থাকাকালীন হার্ট অ্যাটাকে মৃত্যু হয় তার। ইতিমধ্যেই নিজেদের মতো করে তাকে শ্রদ্ধা জানিয়েছে গোটা বিশ্ব। এই কিংবদন্তিকে শ্রদ্ধা জানাতে গিয়ে বারবার অবনত হয়েছে বিশ্বব্যাপী সর্মথকরা।
এবার সেই তালিকায় যোগ দিলো আমুল ইন্ডিয়া। তাকে নিজেদের মতো করে শ্রদ্ধা জানালো তারা।আজ দিয়েগোর ঈশ্বরের হাতকে স্মরণ করে তারা নিজেদের ছবির নাম দেন,”ঈশ্বরের হাতে”।৮৬ বিশ্বকাপে এসেছিল মারাদোনার এই বিখ্যাত গোল। সকলেই ভেবেছিল বল হেড করে গোল পাঠিয়েছেন মারাদোনা। বুঝতে পারেননি রেফারিও। তবে বল আসলে গোলে চলে যায় মারাদোনার হাতে লেগে। এরপরই গোলকে ‘হ্যান্ড অফ গড’ আখ্যা দেন লেজেন্ড দিয়েগো মারাদোনা। ১৯৮৬ সালের বিশ্বকাপ জয় লাভ করে আর্জেন্টিনাই।মারাদোনার নেতৃত্বে সেদিন বিশ্ব বিজয়ী হয় নীল-সাদা বাহিনী।
আজ কিংবদন্তির সেই অসাধারণ গোল তথা অনবদ্য জীবনকাহিনী কে সম্মান জানালো আমুল ইন্ডিয়া। দেশের হয়ে ৯১ টি ম্যাচ খেলে ৩৪ বার বল জালে জড়িয়ে দিয়েছেন মারাদোনা।নিজের ফুটবল কেরিয়ারে করেছেন ২৫৯ টি গোল। এই মহান কিংবদন্তির চলে যাওয়া মেনে নিতে পারেননি কেউই। সেই কারণেই চোখে জল এখন ফুটবলপ্রেমীদের।