দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আজ কলকাতা ডার্বিতে মুখোমুখি হতে চলেছে সবুজ মেরুন এবং লাল হলুদ। প্রথমবার আইএসএলের মাঠে কলকাতার এই দুই দল। দুই চিরপ্রতিদ্বন্দ্বী আজ মাঠে নামবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের লক্ষ্যমাত্রা নিয়ে। একদিকে রয়েছেন দুবার আই এস এল জেতা কোচ হাবাস। অন্যদিকে শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গলের কোচ হিসেবে ভারতে পদার্পণ করেছেন লিভারপুলের অন্যতম সেরা খেলোয়াড় রবি ফাওলার। প্লেয়ারদের মধ্যে যতটা লড়াই ততটাই লড়াই থাকবে দুই কোচের রণনীতি নিয়েও। দুইদলের শক্তি এবং দুর্বলতা দেখে নিয়েছেন দুই কোচই। এক পক্ষে যেমন রয়েছেন মাঘোমা-পিলকিংটন অন্যপক্ষে তেমনি রয়েছেন ডেভিড উইলিয়ামস-রয় কৃষ্ণা। শক্তপোক্ত এই দুই দলের লড়াইয়ে কাকে এগিয়ে রাখছেন বিশেষজ্ঞরা। ইনিই আমরা যোগাযোগ করেছিলাম প্রাক্তন বাগান খেলোয়াড় তথা কোচ সত্যজিৎ চ্যাটার্জির সঙ্গে।
প্রশ্নঃ এবার আইএসএল ডার্বি নিয়ে আপনি কতটা উত্তেজিত?
উত্তরঃ এবার আইএসএলে প্রথমবার মাঠে নামতে চলেছে ইস্টবেঙ্গল মোহনবাগান। তাই ভীষণ উত্তেজিত। খুব ভালো লাগছে। দুই দলই ভালো। তবে মোহনবাগান জিতবে।
প্রশ্নঃ আগের ম্যাচে মোহনবাগানের রক্ষণ বিভাগকে কেমন লাগলো?
উত্তরঃ আগের ম্যাচে রক্ষণ বিভাগ যথেষ্ট ভালো খেলেছে। তিরি, সন্দেশ, প্রীতমরা তৈরি। সবমিলিয়ে দল একেবারেই তৈরি হয়েছে। তাই মোহনবাগান অনেকটাই এগিয়ে।
প্রশ্নঃ কোচ হিসেবে ফাওলার নাকি হাবাস আজকের ডুয়েলে কাকে এগিয়ে রাখছেন?
উত্তরঃ ফাওলার অত্যন্ত বড় প্লেয়ার লিভারপুলের হয়ে ওর খেলা আমি দেখেছি। কোচ হিসাবেও নিশ্চয়ই বড় হবেন। তবে ভুলে গেলে চলবেনা ভারতীয় ফুটবলের হাবাসের বিপুল অভিজ্ঞতা রয়েছে। দুবার আই এস এল কোচ ও।সেক্ষেত্রে ভারতীয় ফুটবলকে ও কাছ থেকে চেনে। সেই কারণেই দৌড়ে অনেকটা এগিয়ে থাকবে।
প্রশ্নঃআজকের ম্যাচে সোসাইরাজের চোট কতটা ভোগাবে সবুজ মেরুন বাহিনীকে?
উত্তরঃ সোসাইরাজ ভালো খেলোয়াড় নিয়ে কোন সন্দেহ নেই। তবে শুভাশিস যথেষ্ট ভালো খেলেছে। তাই যথেষ্ট রিপ্লেসমেন্ট আছে আমাদের আশা করি ওর চোট নিয়ে কোন অসুবিধায় পরবেনা সবুজ-মেরুন বাহিনী।
সবমিলিয়ে আজ ডার্বিতে মোহনবাগানকেই এগিয়ে রাখলেন সত্যজিৎবাবু। এক সময় ডার্বিতে প্রতিনিধিত্ব করার বিপুল অভিজ্ঞতা রয়েছে তার। সমর্থকদের উত্তেজনা এবং প্লেয়ারদের মানসিক অবস্থার কথা ভালই জানেন তিনি। তাই আজকের ম্যাচ সম্পর্কে তার এই মন্তব্য অত্যন্ত অর্থবহ।