29 C
Kolkata
Tuesday, March 28, 2023
More

    স্মিথ-ফিঞ্চের জোড়া শতরানে বিরাটদের সামনে বিরাটিয় লক্ষ্য খাড়া করলো অস্ট্রেলিয়া

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আজ সিডনিতে শুরু হলো ভারত অস্ট্রেলিয়া মহারণ। টসে জিতে আজ প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ।ওপেনিং পার্টনারশিপে আজ যথেষ্ট সুন্দর শুরু করেন অ্যারন ফিঞ্চ এবং ডেভিড ওয়ার্নার। বুমরাহ,শামিদের যথাযথ সম্মান দিয়ে খারাপ বলে প্রহার শুরু করেন তারা। ফলে প্রথম পাওয়ার প্লে তে সেভাবে কার্যকরী ভূমিকা নিতে পারেননি এই দুই ভারতীয় তারকা।ফলে ১৫ ওভারে ৭৬ রানে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। ১৬তম ওভারে চাহালের বলে একটি সুন্দর সুযোগ তৈরি হলেও ক্যাচ তালুবন্দী করে অ্যারন ফিঞ্চকে সাজঘরে ফেরত পাঠাতে পারেননি শিখর ধাওয়ান।

    শেষ পর্যন্ত ছটি চারের সাহায্যে ৭৬ বলে ৬৯ রানের ইনিংস খেলে ওয়ার্নার আউট হলেও একপ্রান্ত সামলে দাঁড়িয়ে থাকেন অ্যারন ফিঞ্চ। মাত্র ১২৪ বলে ১১৪ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি। তারি দুরন্ত ইনিংসের সাজানো ছিল নটি চার ও দুটি ছয় দিয়ে। ৪০তম ওভারে বুমরাহের হলে তিনি আউট হলেও আজ রানের গতিতে কোন পরিবর্তন আসতে দেয়নি ম্যাক্সওয়েল এবং স্টিভ স্মিথ। আইপিএলে তেমন সফল হতে না পারলেও আজ বিধ্বংসী ব্যাটিং শুরু করেন ম্যাক্সওয়েল।মাত্র ১৯ বলে পাঁচটি চার ও তিনটি দুর্দান্ত ছয় নিয়ে সাজানো ৪৫ রানের ইনিংস বদলে দেয় ম্যাচের অভিমুখ।

    অন্যদিকে একই গতিতে আজ দুরন্ত ব্যাটিং করেন স্টিভ স্মিথও। নবদ্বীপ সাইনি, যশপ্রীত বুমরাহ, চাহাল এবং শামি রান রুখতে ব্যর্থ হন সকলেই। অস্ট্রেলিয়ার সামনে ভারতের এতোখানি অগোছালো বোলিং বহুদিন দেখিনি ক্রিকেটবিশ্ব। শেষের দিকে কিছু উইকেট হাতে এলেও ম্যাচের অভিমুখ বদলে দেবার ক্ষেত্রে তা মোটেই যথেষ্ট ছিল না। বিশেষত ম্যাচের মধ্য পর্বে আজ রান রুখতে পারেনি ভারত। আর সেখানেই মাত দিয়ে আজ বড় স্কোর গড়ে তোলে অজিব্রিগেড।
    শেষ পর্যন্ত দশটি চার এবং চারটি বিধ্বংসী ছয় দিয়ে মাত্র ৬২ বলে নিজের দুরন্ত শত রান পূর্ণ করেন স্টিভ স্মিথ।

    শেষ পর্যন্ত স্মিথ এবং ফিঞ্চের দুরন্ত জোড়া শতরানের দৌলতেই ভারতের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৩৭৪ রানের বিশাল লক্ষ্যমাত্রা খাড়া করে অস্ট্রেলিয়া।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    মাঝে মাঝেই জ্বরে ভুগছেন ? মুক্তি পেতে ভরসা রাখুন হোমিওপ্যাথিতে

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : জ্বরের অনেক কারণ থাকতে পারে তৎসহ জ্বরের বিভিন্ন উপসর্গ থাকে। নীচে জ্বরের উপসর্গ অনুযায়ী...

    ৩রা এপ্রিল ছুটি ঘোষণা করল রাজ্য সরকার !

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর। এবার মহাবীর জয়ন্তীতেও ছুটি দিচ্ছে রাজ্য সরকার। শনিবার...

    কবে শুরু হচ্ছে ICC ক্রিকেট বিশ্বকাপ ? দেখুন সম্পূর্ণ সময়সূচি

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : গোটা বিশ্বের ক্রিকেট সমর্থকদের জন্য একটি সুখবর ইতিমধ্যেই জানতে পারা গিয়েছে। চলতি বছর...

    বাড়ছে গরমের প্রকোপ ! সপ্তাহ শেষে নামবে বৃষ্টি

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : পশ্চিমী অক্ষরেখার প্রভাবে বেশ কয়েকদিন ধরে বৃষ্টি চলছে বাংলায়। পাশাপাশি ইতিমধ্যেই বাংলার উপর...

    ঋতু পরিবর্তনে সর্দি-কাশি-জ্বর নিয়ে জেরবার , সম্পূর্ণ মুক্তি দেবে হোমিওপ্যাথি

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ঋতু পরিবর্তনের সময় সাধারণ সর্দি, কাশি, জ্বর, মাথা যন্ত্রণা, অ‌্যাজমার পাশাপাশি নিউমোনিয়া, ব্রঙ্কাইটিসের ঝুঁকিও...