দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আজ সিডনিতে শুরু হলো ভারত অস্ট্রেলিয়া মহারণ। টসে জিতে আজ প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ।ব্যাটিং করতে নেমে স্মিথ এবং ফিঞ্চের দুরন্ত জোড়া শতরানের দৌলতেই ভারতের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৩৭৪ রানের বিশাল লক্ষ্যমাত্রা খাড়া করে অস্ট্রেলিয়া।
জবাবে ব্যাট করতে নেমে দ্রুত শুরু করে ভারতও। মায়াঙ্ক এবং শিখরের দুরন্ত ব্যাটিংয়ের জেরে প্রথম পাঁচ ওভারেই ৫০ রান তুলে নেয় তারা। কিন্তু ইনিংসের বেশি বড় করতে পারেনি আগরওয়াল। মাত্র ২২ রানে হেজেলউডের বলে বড় শট খেলতে গিয়ে ম্যাক্সওয়েলের হাতে ধরা পড়ে যান তিনি। আজ ব্যাটিং করতে নেমেই বড় জীবনদান পান ভারত অধিনায়ক বিরাট কোহলি। প্যাট কামিন্সের বলে পুল করতে গিয়ে ক্যাচ তুললেও আজ তা তালুবন্দী করতে পারেননি জ্যাম্পা। তবে আজ এই জীবন দান কাজে লাগাতে পারেননি কোহলি। বেশ কিছু ভালো শট খেললেও হেজেলউডের বলে মাত্র ২৪ রানেই শেষ হয়ে যায় তার ইনিংস। আজ বেশিক্ষণ ক্রিজে দাঁড়িয়ে থাকতে পারেনি শ্রেয়াস আইয়ারও। হেজেলউডের শর্ট বলে মাত্র ২ রানে শেষ হয়ে যায় তার ইনিংসও।
ফলে কে এল রাহুল এবং শিখর ধাওয়ানের উপরে নির্ভরশীল হয়ে পড়ে ভারতীয় দল। কিন্তু নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি কে এল রাহুলও। জ্যাম্পার বলে ১৪ তম ওভারে মাত্র ১৩ রানেই শেষ হয়ে যায় তার ইনিংস। ফলে বিশাল রানের লক্ষ্য তাড়া করতে নেমে চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া। তবে আজ ম্যাচ বদলে দেবার চেষ্টা করেন হার্দিক এবং শিখর। লড়াই না করে অস্ট্রেলিয়াকে জমি ছেড়ে দিতে রাজি ছিলেন না তারা। শেষ পর্যন্ত ৮৬ বলে দশটি চারের সাহায্যে ৭৪ রানের ইনিংস খেলে জ্যাম্পার বলে শিখর ফিরলেও আজ বোলারদের প্রশ্নের যোগ্য জবাব দেন হার্দিক।কিন্তু শেষ পর্যন্ত ৭৬ বলে সাতটি চার ও চারটি দুরন্ত ছয়ের সাহায্যে ৯০ রানের লড়াকু ইনিংস খেলে জ্যাম্পার শিকার হন পান্ডেও।
ফলে লড়াইয়ের শেষ আশাও আজ শেষ হয়ে যায় ভারতের। এক প্রান্তে রবীন্দ্র জাদেজা কিছুটা চেষ্টা করলেও অন্যপ্রান্তে তাকে সঙ্গ দেওয়ার মতো তেমন কেউ ছিল না। বিশেষত আজ প্রথম দিকে যেভাবে উইকেট ছুড়ে দিয়ে চলে যান রাহুল এবং মায়াঙ্ক।বড় রান তাড়া করতে নেমে সেখানেই অনেকটা পিছিয়ে পড়ে বিরাট বাহিনী। তার ওপর আজ ভাগ্য সহায় থাকলেও কাজে লাগাতে পারেননি অধিনায়ক কোহলিও। শেষ পর্যন্ত দ্রুত রান তোলার চাপে ২৫ রান করে জ্যাম্পার চতুর্থ শিকারে পরিণত হন জাদেজাও।
শেষ পর্যন্ত নবদীপ সাইনি এবং মোহাম্মদ শামির লড়াইয়ে ৩০৮ রানে পৌঁছালেও লক্ষ্যমাত্রা থেকে অনেকটাই দূরে থেকে যায় ভারত। ফলে ৬৬ রানের বিরাট জয় তুলে নেয় অ্যারন ফিঞ্চের দল।