দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃআজ আই এস এলের ঐতিহাসিক ম্যাচে মুখোমুখি হয়েছিল শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল এবং এটিকে মোহনবাগান। কলকাতা তথা গোটা ভারত জুড়ে এই ডার্বি উত্তেজনা ছিল তুঙ্গে। দুই দলই আজ দুরন্ত খেলা উপহার দিলেও ৪৯ মিনিটের মাথায় প্রথম গোল করে ম্যাচের অভিমুখ বদলে দেন রয় কৃষ্ণা। ফলে দ্বিতীয়ার্ধের শুরুতেই এক গোলের লিড পেয়ে যায় মোহনবাগান।
একাধিকবার পিলকিংটনরা চেষ্টা করলেও আজ ভুলের মাশুল তুলতে পারেনি লাল-হলুদ বাহিনী। তারওপর ৮৬ মিনিটের মাথায় স্বকীয় প্রতিভায় দুরন্ত গোল করে দ্বিতীয়বার দেবজিৎকে পরাস্ত করেন মনভীর সিং। ফলে এই হাড্ডাহাড্ডি ম্যাচে ২-০ গোলে দুর্দান্ত জয় তুলে নেয় সবুজ-মেরুন বাহিনী। প্রথমার্ধে বলের দখল নিজেদের পক্ষে রাখলেও আজ প্রয়োজনীয় গোলের ফসল তুলতে পারেনি ইস্ট বেঙ্গল। আর দ্বিতীয়ার্ধে এক গোলে পিছিয়ে পড়ার পরেই বেশ কিছুটা নড়বড়ে মনে হয় তাদের। একক প্রতিভায় পিলকিংটন বড় সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত গোলে কনভার্ট করতে পারেননি। ফলে অনেক ফুটবল বিশেষজ্ঞ যেভাবে মোহনবাগানকে এগিয়ে রেখেছিলেন,ম্যাচের ফলাফলেও দেখা যায় একই ছবি।
এই ঐতিহাসিক ডার্বি জিতে নেওয়ার পর, এটিকে মোহনবাগানের অন্যতম কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা বলেন, “প্রথম কলকাতা ডার্বি এটিকে মোহনবাগানের পক্ষে গেছে দেখে আমি সত্যিই ভীষণ খুশি। এটা সত্যি কোচ এবং দলের প্রতি একটা উপহার যারা অক্লান্ত পরিশ্রমে দলকে এই পর্যায়ে পৌঁছে দিয়েছেন এবং অবশ্যই এটিকে মোহনবাগান সমর্থকদের সমর্থন সবসময় আমাদের সঙ্গে রয়েছে। ধন্যবাদ আমাদের উপর এতটা বিশ্বাস রাখার জন্য।”