দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ মারাদোনার মরদেহের সাথে সেলফি তুলতে গিয়ে চাকরি থেকে বরখাস্ত হলেন অন্ত্যোষ্টিক্রিয়ার দায়িত্বে থাকা এক কর্মী। সূত্রের খবর অনুযায়ী মারাদোনার মরদেহে উন্মুক্ত কফিনের সামনে জঘন্য ভাবে সেলফি তোলার জন্য হামলা করেন এই কর্মী। বুয়েনস আইরেস সিমেন্ট্রিতে শায়িত রাখা হয়েছে মারাদোনার মরদেহ। এখানেই এই ঘটনাটি ঘটার পর ক্ষুব্ধ হয়ে ওঠেন মালিক কর্তৃপক্ষ এবং সাথে সাথেই বরখাস্ত করা হয় ওই কর্মীকে।
একটি ইংরেজি ট্যাবলয়েড মিরর স্পোর্টস প্রথম এই খবরটি সংগ্রহ করে।গত বুধবার হার্ট অ্যাটাকের কারনেই বুয়েনোস আইরেসের একটি বাড়িতেই মৃত্যু হয় এই কিংবদন্তীর। তারপর থেকেই শোকোস্তব্ধ সারা বিশ্ব। শোকের সঞ্চার হয়েছে মারাদোনার ভক্তদের মধ্যে। সূত্রের খবর অনুযায়ী এদিনও দলে দলে ভিড় করে তারা।
শেষ পর্যন্ত পুলিশের সাথে জনতার কিছুটা ধস্তাধস্তিও হয়। পুলিশকে ভিড় নিয়ন্ত্রণের জন্য রাবার বুলেট ছুঁড়তে হয় বলেও খবর। পুলিশের সাথে ধস্তাধস্তির ফলে কেউ আহত হয়েছেন কিনা সে নিয়ে কোনো খবর এখনও পাওয়া যায়নি।