দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ সিডনিতে দুরন্ত ব্যাটিংয়ের পর কে এল রাহুলের কাছে ক্ষমা চাইলেন ম্যাক্সওয়েল। কিন্তু কেন? আসলে ঘটনাটা পুরোটাই ঘটেছে মজার ছলে। কাল ভারতের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪৫ রানের দুরন্ত ইনিংস খেলেন এই কিংবদন্তি। পাঁচটি চার এবং তিনটি ছক্কার সাহায্যে সাজান ১৯ বলের এই বিধ্বংসী ইনিংস ম্যাচের অভিমুখ বদলে দেয়।
এরপর এই সোশ্যাল মিডিয়ায় একটি মিম পোস্ট করেন নিউজিল্যান্ড অলরাউন্ডার জিমি নিশাম। যাতে রয়েছে কে এল রাহুলের একটি রাগান্বিত মুখ এবং তার উপরে লেখা কে এল রাহুল যখন দেখেন জিমি নিশাম এবং গ্লেন ম্যাক্সওয়েল তাদের নিজেদের দলের হয়ে এমন পারফরম্যান্স করছেন তখন তার অবস্থা যেরকম হয়।


প্রসঙ্গত উল্লেখ্য এবারের আইপিএলে একেবারেই ভাল ফর্মে ছিলেন না গ্লেন ম্যাক্সওয়েল। পরপর ১৪টি ম্যাচে কেএল রাহুল তার উপর বিশ্বাস রাখলেও কার্যকরী ভূমিকা নিতে ব্যর্থ হন তিনি।এমনকি গোটা আইপিএল জুড়ে একটিও ছয় আসেনি তার ব্যাট থেকে। অথচ দেশের হয়ে প্রথম ম্যাচে নেমেই তিন তিনটি বিশাল ছক্কা হাঁকিয়ে মেরে ম্যাচের অভিমুখ বদলে দেন তিনি।
এই কারণেই সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হতে থাকে এই ধরনের মিম। জিমি নিশাম এই পোষ্টের নিচে কমেন্ট করেন গ্লেন ম্যাক্সওয়েলও।তিনি লেখেন “খেলার সময় কেএল রাহুলের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি।”মজার ছলে করা এই কমেন্ট এখন দ্রুত ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।