দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃএকেই বোধহয় বলে মরার উপর খাঁড়ার ঘা। একে তো প্রথম একদিনের ম্যাচে বিশ্রী হার তার ওপর আবার নির্ধারিত সময়ে ওভার শেষ করতে না পারার কারণে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা দিতে হলো ভারতীয় খেলোয়াড়দের। গতকাল প্রথম একদিনের ম্যাচে অস্ট্রেলিয়ার সামনে নাস্তানাবুদ হয়ে ফেরে ভারতীয় দল। প্রথমে ব্যাট করে স্টিভ স্মিথ এবং অ্যারন ফিঞ্চের জোড়া শতরানের দৌলতে ৩৭৪ রানের বিশাল লক্ষ্যমাত্রা খাড়া করে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে দ্রুত মায়াঙ্ক, কোহলি এবং রাহুলকে হারিয়ে চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া। শেষ অবধি শিখর ধাওয়ানের ৭৪ এবং হার্দিক পান্ডিয়ার ৯০ রানের ইনিংসের দৌলতে ৩০৮ রানে পৌঁছালেও ৬৬ রানের বড় হার হজম করতে হয় ভারতকে।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর এটিই ছিল ভারতের প্রথম সিরিজ। সিরিজের প্রথম ম্যাচেই এই হার তাই যথেষ্ট যন্ত্রণাদায়ক হবে ভারতের পক্ষে। তার ওপর আবার দেরিতে ওভার শেষ করার কারণে ম্যাচ রেফারি রোষের মুখে পড়তে হলো কোহলি ব্রিগেডকে। ম্যাচ রেফারি অস্ট্রেলিয়ান প্রাক্তন ক্রিকেট তারকা ডেভিড বুন এ দিন জানান, নির্ধারিত সময়ে বোলিং কোটা শেষ করতে পারেনি কোহলি বাহিনী। আর সেই কারণেই জরিমানার কবে পড়তে হলো তাদের।
দ্বিতীয় একদিনের ম্যাচে ভারত কাল মুখোমুখি হতে চলেছে অস্ট্রেলিয়ার। গত ম্যাচের হার থেকে এখন কিভাবে নিজেদেরকে আবার ফিরিয়ে আনে ভারত সে দিকেই নজর থাকবে সকলের। অনেকেই অবশ্য প্রশ্ন তুলছেন মায়াঙ্ক আগারওয়ালের ওপেনিংয়ে আশা নিয়ে। তবে আকাশ চোপড়া, আশিস নেহেরার মত বিশেষজ্ঞরা এব্যাপারে পাশে থাকছেন মায়াঙ্কেরই। তারা বলেন কি বল একটি ম্যাচে খেলিয়ে কাউকে বাইরে বসানো ঠিক নয়। তাহলে যেমন মায়াঙ্কের প্রতি অবিচার করা হবে তেমনি অবিচার করা হবে বেঞ্চে বসে থাকা খেলোয়াড়দের প্রতিও।