দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আরসিবি দলের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে অংশগ্রহণ করার জন্য ভারতীয় অধিনায়ক কোহলিকে আবেদন জানালেন ইংরেজ ফুটবল অধিনায়ক হ্যারি কেন। ঘটনাটি কি? ইংরেজ অধিনায়ক হ্যারি কেন মজার ছলে প্র্যাকটিস করছিলেন ইনডোর ক্রিকেট। আর সেখানেই দেখা যায় বেশ কিছু বড় বড় শট নিয়ে বোলারদের নাস্তানাবুদ করছেন তিনি। টেনিস বলে একের পর এক বড় শট নিয়ে সুন্দর ইনিংস খেলার পর নিজেই সেই ভিডিও টুইটার হ্যান্ডেল থেকে প্রকাশ করেন হ্যারি কেন।
এরপরই আরসিবি তথা ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে ট্যাগ করে তিনি লেখেন, “টি-টোয়েন্টি ক্রিকেটে ম্যাচ জেতানোর মতো ব্যাটিং করার জায়গায় আমি আছি। পরের আইপিএলে আরসিবির হয়ে খেলার সুযোগ পেতে পারি কি?”
কেনের এই টুইটটি শেয়ার পারেন কোহলিও। মজার ছলে তিনি উত্তর দেন,”হা হা দারুন স্কিল বন্ধু। তোমাকে আমরা কাউন্টার অ্যাটাকিং ব্যাটসম্যান হিসেবে ব্যবহার করতে পারি।”
দুই দেশের এই দুই তারকার মজার কথোপকথন উপভোগ করেছেন সকলেই। সোশ্যাল মিডিয়ায় টুইটটি ভাইরাল তো বটেই। এমনকি টুইট করা হয়েছে আরসিবি তরফেও। আরসিবি তরফেও এদিন লেখা হয়,”জার্সি নম্বর ১০ তোমার জন্য রাখা আছে কেন।”
ক্রিকেট এবং ফুটবলের সুন্দর মিছিল উপভোগ করেছেন ক্রীড়াপ্রেমীরা। কেনের মত একজন ফুটবল তারকা যেভাবে সম্মান জানালেন কোহলিকে তেমনই ইংরেজ ফুটবল তারকা কে সম্মান জানালেন কোহলিও।একেই বোধহয় বলে স্পোর্টসম্যানশিপ।