দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ সিডনিতে আজ দ্বিতীয় একদিনের ম্যাচে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া এবং ভারত। ভারতের জন্য আজকের ম্যাচ ছিল সম্মান বাঁচানোর লড়াই। কারণ এই ম্যাচ হারলে সিরিজ হারের সম্মুখীন হতে হতো কোহলি বাহিনীকে। আজও টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। গত দিন যেখানে শেষ করেছিলেন আজও সেখান থেকেই শুরু করেন ওয়ার্নার। ফিঞ্চ শুরুতে একটু সময় নিলেও ওয়ার্নার ছিলেন একইরকম মারমুখী। আজ মোহাম্মদ শামি, যশপ্রীত বুমরাহ, নবদীপ সাইনি কাউকেই রেয়াত করেননি তিনি। বিশেষত সাইনির উপর আজ বেশি মারমুখী হয়ে ওঠেন ওয়ার্নার।
আজও ছটি চার ও দুটি ছয়ের সাহায্যে নিজের দুরন্ত অর্ধশতক পূর্ণ করেন তিনি। আর তাদের এই পার্টনারশিপের দৌলতেই ১৬ তম ওভারেই শতরান পূর্ণ করে অস্ট্রেলিয়া। আজও সেভাবে কার্যকরী হতে পারেননি ভারতের অন্যতম তারকা লেগ স্পিনার চাহাল। গত ম্যাচের মতোই আজও প্রথমে সময় নিয়ে সুন্দর সঙ্গ দেন অ্যারন ফিঞ্চ। মাত্র ৬০ বলে নিজের অর্ধশতক পূর্ণ করেন তিনি। তবে আজ ইনিংস বেশি লম্বা করার আগেই ৬৯ বলেছো ছটি চার ও একটি বিশাল ছয়ের সাহায্যে ৬০ রানের ইনিংস খেলে শামির বলে কোহলির হাতে ধরা পড়ে যান তিনি। ১৪২ রানে প্রথম উইকেটের পতন ঘটলেও ম্যাচে ফিরতে হলে একসঙ্গে বেশ ক’টি উইকেট তুলে নেওয়া জরুরি ছিল ভারতের জন্য।
কিন্তু আজও তা করতে পারেনি ভারত ৮০ রানের দুরন্ত ইনিংস খেলে শ্রেয়াস আইয়ারের দুরন্ত ফিল্ডিংয়ে ওয়ার্নার রান আউট হয়ে ফিরলেও। আগের দিনের মতোই আজও বিধ্বংসী ব্যাটিং শুরু করেন স্টিভ স্মিথ। মাত্র ৩৮ বলে পাঁচটি চার ও একটি বিশাল ছক্কা সাহায্যে নিজের অর্ধশতক পূর্ণ করেন তিনি। একইভাবে তার সঙ্গদান করেন লাবুসানেও।গতদিন সেভাবে সফল হতে না পারলেও আজ কোন ভুল করেননি তিনি। শেষ অবধি ৪১ তম ওভারে মাত্র ৬২ বলে গত দিনের মতোই নিজের অসাধারণ শতরান পূর্ণ করেন স্মিথ। শেষ পর্যন্ত হার্দিকের বলে আউট হলেও আজ তার ১০৪ রানের ইনিংস সাজানো ছিল ১৪টি চার এবং ২ টি বিশাল ছক্কা দিয়ে। তাহলে এটা মোটামুটি নিশ্চিত হয়ে পড়ে যে আজও ভারতকে তারা করতে হবে এক বড় রান।
অন্যদিকে লাবুসানে এবং ম্যাক্সওয়েলের উপর দায়িত্ব ছিল আজও অস্ট্রেলিয়াকে একটি দুরন্ত ফিনিশিং দেওয়ার। আজও নিজেদের দায়িত্ব সুন্দরভাবে পালন করেন ম্যাক্সওয়েল এবং লাবুসানে। শেষ পর্যন্ত ৬০ বলে পাঁচটি চারের সাহায্যে ৭০ রান করে লাবু শানে আউট হলেও ম্যাক্সওয়েল ছিলেন একইরকম বিধ্বংসী। মাত্র ২৫ বলে নিজের মারমুখী অর্ধশত রান পূর্ণ করেন তিনি। শেষ অবধি তার ৫ টি ছয় ও ৪ টিচার দিয়ে সাজানো ৬৩ রানের ইনিংসের দৌলতেই বিশাল ৩৮৯ রানের লক্ষ্যমাত্রা খাড়া করে অস্ট্রেলিয়া।