দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ কথা রাখলেন স্মিথ। ইন্ডিয়া অস্ট্রেলিয়া সিরিজ শুরুর আগেই তিনি বলেছিলেন,আমি আমার ফর্ম খুঁজে পেয়েছি।যারা আমার কাছের মানুষ তারা জানে কয়েকদিন ধরে আমার ব্যাটা ভালো বল লাগছে।অস্ট্রেলিয়ায় ভারতের বিরুদ্ধে গত সিরিজে খেলতে পারেননি স্মিথ এবং ওয়ার্নার। বল বিকৃতির কারণে নির্বাসনে চলে যেতে হয়েছিল অস্ট্রেলিয়ার দুই প্রধান তারকাকে। চলে গিয়েছিল তার ক্যাপ্টেন্সিও। আর সেই সিরিজ জিতে অস্ট্রেলিয়ায় ইতিহাস করেছিল ভারত। যদিও অনেকেই প্রশ্ন তুলেছিলেন স্মিথ এবং ওয়ার্নারের না থাকা অস্ট্রেলিয়াকে আধাশক্তি সম্পন্ন করে তুলেছে। কিন্তু জয় তো জয়ই।তাই এবার সিরিজ শুরু হবার আগে স্মিথ পরিষ্কার জানিয়ে ছিলেন, গত সিরিজে না থাকতে পারা তার রানের খিদে আরো বাড়িয়ে দিয়েছে।
তার এই স্টেটমেন্ট যে কতখানি সত্যি পরপর দুই ম্যাচে দুখানা সেঞ্চুরি করে বুঝিয়ে দিলেন তিনি। শুধু তাই নয় এই দুই ইনিংসে যেভাবে মারমুখী হয়ে উঠেছেন তিনি তা হয়তো অনেকদিন দেখিনি ভারতীয় দল। গত দিন তিনি ইনিংস সাজিয়েছিলেন এগারোটি চার ও চারটি ছয় দিয়ে আর আজ তিনি ইনিংস সাজিয়ে দেন চোদ্দটি চার ও দুটি দুরন্ত ছয় দিয়ে। আজ তার সংগ্রহ ছিল ১০৪ এবং গতদিনের সংগ্রহ ছিল ১০৫ রান।অন্যদিকে ওয়ার্নারও দুই ম্যাচেই ছিলেন একই রকম মারমুখী। গতম্যাচে ছটি চার দিয়ে সাজানো ৬৯ রানের ইনিংস উপহার দিয়েছিলেন তিনি, আজ তিনি ছিলেন আরও বিধ্বংসী। সাতটি চার ও তিনটি ছয় দিয়ে আজ তিনি সংগ্রহ করেন ৮০ রান।
স্মিথ ওয়ার্নার না থাকার প্রভাব যে কতখানি এই দুই ম্যাচে ভালই বুঝছে টিম ইন্ডিয়া। কোহলি বাহিনীর কোন রননীতিই আজ সেভাবে কার্যকরী হতে পারেনি এই দুই দুই তারকার সামনে।বুমরাহ, শামি, চাহালের মত প্রধান অস্ত্রদের আজ যেভাবে ম্রিয়মাণ লেগেছে ওয়ার্নার স্মিথদের সামনে তা ছিল সত্যিই হতাশাজনক। একথা মেনে নিতেই হবে যে পিচ ছিল ব্যাটিং সহায়ক কিন্তু তারপরেও যেভাবে অনবদ্য ব্যাটিং করেছেন এই দুই অজি ব্যাটসম্যান তা সত্যিই অকল্পনীয়।