দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আজ আইএসএলের প্রথমপর্বের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল জামশেদপুর এবং ওড়িশা। আজ প্রথমার্ধের ১২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন ভালস্কিস। ওড়িশার ডিফেন্ডার গৌরব ভোরার দুর্ভাগ্যজনক ভুল থেকে আজ গোলের ফসল তুলতে কোন ভুল করেননি তিনি। ফলে প্রথমার্ধের প্রথম পর্বেই পিছিয়ে পড়ে ওড়িশা। কিন্তু ২৭ মিনিটের মাথায় আবার বড় ভুল করেন শুভম সারঙ্গী। পেনাল্টি বক্সের মধ্যে হেড করে বল নামাতে গিয়ে ভালস্কিসের পায়ে বল ঠেলে দেন তিনি। দ্বিতীয়বার সুযোগ পেয়ে ব্যবধান বাড়িয়ে নিতে কোন ভুল করেননি ভালস্কিস। ওড়িশার গোলকিপার কমলজিৎকে দ্বিতীয়বার পরাস্ত করে বল জালে জড়িয়ে দেন তিনি। ফলে প্রথমার্ধের মধ্য পর্বেই ২-০ গোলে এগিয়ে যায় জামশেদপুর এফসি। যদিও শুরুতেই দুটি গোল হয়ে যাওয়ায় ম্যাচে ফেরার জন্য আজ যথেষ্ট সময় ছিল ওড়িশার কাছে।
তবে অন্যদিকে যথেষ্ট তৈরি ছিল আজ জামশেদপুরের ডিফেন্স। তবে প্রথমার্ধের শেষ অবধি আজ স্কোরশিটে কোন পরিবর্তন আনতে পারেননি ওনব, মার্সেলিনহোরা। যদিও দু-একটি ভালো সুযোগ এসেছিল কিন্তু তা গোলে কনভার্ট হয়নি।
দ্বিতীয়ার্ধে নেমে কিছুটা আক্রমণাত্মক হয়ে ওঠার চেষ্টা করে ওড়িশা নন্দকুমারের পাস থেকে যথেষ্ট ভাল সুযোগ পেয়েছিলেন ওনব। যদিও শেষ পর্যন্ত গোলের মুখ খুলতে পারেননি তিনি। আজ মার্সেলিনহোকেও সেরকম ভাবে সক্রিয় হতে দেখা যায়নি প্রথমার্ধে। দিতীয়ার্ধের মধ্যপর্ব থেকে আজ ব্যাকভলিতে দুরন্ত সুযোগ তৈরি করেছিলেন ওনব। কিন্তু প্রশংসা করতে হবে রেহেনেশের।যেভাবে শরীর ছুঁড়ে দিয়ে অসাধারণ সেভ করেন তিনি তা ছিল অনবদ্য। কিন্তু রেগুলেশন টাইমের ১৭ মিনিট বাকি থাকার সময়ে বল হ্যান্ডেলিং করতে গিয়ে অর্থাৎ পেনাল্টি বক্সের বাইরে হাত দিয়ে বল ধরতে গিয়ে লাল কার্ড দেখে বাইরে চলে যেতে হয় গোলকিপার রেহেনেশকে।
ফলে কিছুটা পিছিয়ে পড়ে জামশেদপুর এফসি এবং ফ্রি কিক থেকে গোল করতে না পারলেও ফিরে আসা বলে দুরন্ত গোল করেন মরিসিও। ফলে ৭৭ মিনিটে এক গোলের ব্যবধান কমিয়ে ফেলে ওড়িশা। অন্যদিকে এগারো জন থেকে দশজন হয়ে পড়ায় আরো বেশি চাপে পড়ে যায় জামশেদপুর। আক্রমণ প্রতিআক্রমণে আজকে সত্যিই জমে উঠেছিল খেলা। একবারে শেষের দিকে ভালস্কিস সুযোগ তৈরি করলেও সেভাবে কাজে লাগাতে পারেনি তারা। তবে শেষ বেলায় মুহুর্মুহু আক্রমণ তুলে আনার চেষ্টা করে ওড়িশা।
ঠিক যে সময় মনে হচ্ছিল যে আর হয়তো ম্যাচে ফিরতে পারবে না ওড়িশা ঠিক সে সময় স্বকীয় প্রতিভায় গোল করে ম্যাচে সমতা ফেরান মরিসিও। অতিরিক্ত সময়ে করা তার এই গোলে ম্যাচে ড্র তুলনায় জামশেদপুর এবং ওড়িশা।