দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃআজ আইএসএলের ডবল হেডারের দ্বিতীয় পর্বে মুখোমুখি হয়েছিল চেন্নাইয়ান এফসি এবং কেরালা এফসি। এই দক্ষিণ ভারতীয় ডার্বিতে চেন্নাই কিছুটা এগিয়ে থেকে শুরু করলেও আজ প্রথম ৩ পয়েন্ট তুলে নিতে বদ্ধপরিকর ছিল ভিকুনার কেরালাও। নিজেদের নামের প্রতি সুবিচার করে প্রথম কয়েক মিনিটের মাথাতে আজ দুরন্ত আক্রমণও তুলে এনেছিল চেন্নাই। যদিও শেষ পর্যন্ত ভাল পরিশেষ করতে পারেনি তারা। একটু ভাগ্য সুপ্রসন্ন হলে হয়তো ছাংতের পাস থেকে আজও গোল করে দলকে এগিয়ে দিতে পারতেন অনিরুদ্ধ থাপা। প্রথমার্ধের ১৭ মিনিটের মাথায় গোলকিপার আলবিনো গোমসের ভুল থেকে দুরন্ত সুযোগ পেয়ে গিয়েছিল চেন্নাইয়ান এফসি। কিন্তু ডিফেন্ডার বাকারি কোনের কল্যাণে গোল কনসিড করতে হয়নি কেরালাকে।
অবশ্যই এর মধ্যপর্বে একটু দুরন্ত সুযোগ তৈরি করেছিল কেরালা। কিন্তু প্রথমার্ধে গোলের মুখ খুলতে সফল হননি কেউই। তাই বিশ্রাম কক্ষে ফিরে যাওয়া পর্যন্ত দু’দলেরই স্কোর লাইন ছিল ০-০। দ্বিতীয়ার্ধে নেমে অবশ্য শুরু থেকেই অ্যাটাকিং ফুটবল খেলতে শুরু করে দুই দলই। তেমন সক্রিয় হতে না পারার জন্য গত ম্যাচের গোল স্কোরার এসমালকেও আজ তুলে নেন চেন্নাই কোচ । প্রথমার্ধে ডিফেন্সে বেশ কিছু ভুল করলেও দ্বিতীয়ার্ধে যথেষ্ট আটো সাটো ডিফেন্স করে কেরালাও। তবে আজও গ্যারি হুপারকে তেমনভাবে সক্রিয় হতে দেখা যায়নি আর সেই কারণেই গোলের মুখ খুলতে পারেননি তারা।
দ্বিতীয়ার্ধের মধ্য পর্বে পেনাল্টি বক্সের খুব কাছাকাছি এলাকা থেকে গুরুত্বপূর্ণ ফ্রি-কিক পেলেও আজ তা গোলে কনভার্ট করতে পারেনি চেন্নাই। অবশ্যই প্রশংসা করতে হবে গোলকিপার অ্যালবিনো গোমসেরও। শরীর ছুড়ে দিয়ে দুরন্ত সেভ করেন তিনি। ম্যাচের শেষ পর্বে সিডোঞ্চার ভুলে আজ পেনাল্টি কনসিড করে ফেলেছিল কেরালা। কিন্তু প্রশংসা করতে হবে আলবিনো গোমসের। সিলভেস্টারের নেওয়া শট আটকে দেন তিনি। আর এর ফলেই নিশ্চিত হাড়ের মুখ থেকে আবার ম্যাচে ফেরে কেরালা। শেষ পর্যন্ত বলা যেতে পারে গোমসের কল্যাণেই হারা ম্যাচে ড্র তুলে নিল ভিকুনার দল।