দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ তিন ম্যাচের সিরিজে ইতিমধ্যেই হার হয়েছে কোহলি বাহিনীর। এই লজ্জাজনক হারের পর যথেষ্ট চিন্তিত ভারতীয় শিবির। ইতিমধ্যেই মাইকেল ভনের মত প্রাক্তন ক্রিকেট তারকারা বলতে শুরু করেছেন, একদিনের ম্যাচ, টি-টোয়েন্টি এবং টেস্ট সিরিজ তিনটিতেই অস্ট্রেলিয়া কাছে হারবে ভারতীয় দল। ভনের অনুমান যে ভিত্তিহীন নয়, ইতিমধ্যেই তার প্রমাণ করে দিয়েছে অস্ট্রেলিয়া দল। গত দুই একদিনের ম্যাচেই ভারতকে বিশ্রীভাবে হারিয়েছে তারা। শুরুতে ব্যাট করে প্রথম একদিনের ম্যাচে ৩৭৪ এবং দ্বিতীয় একদিনের ম্যাচে ৩৮৯ রান তোলে অস্ট্রেলিয়া। দুইদিনই পঞ্চাশেরও বেশি রানে হেরেছে ভারত। নাস্তানাবুদ হতে হয়েছে অন্যতম শ্রেষ্ঠ বোলিংকেও।
এখন আগামী ম্যাচগুলোতে কিভাবে ফিরে আসে তারা। সেই আশাতেই দিন গুনছে সমর্থকরা। তবে এর মধ্যে আশার কথা এই যে ওয়ানডেতে রানের খরা কেটেছে বিরাট কোহলির। প্রথম ম্যাচে রান না পেলেও কাল দ্বিতীয় ম্যাচে মাত্র ৮৭ বলে ৮৯ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। সাতটি ক্লাসিক চার এবং দুটি দুরন্ত ছয়ের সাহায্যে এদিন বিরাট বুঝিয়ে দেন কেন তাকে চেজ মাস্টার বলা হয়।যদিও ভারতকে জয়ের লক্ষ্য মাত্রায় পৌঁছে দিতে পারেননি তিনি। তবে কালও এক ব্যক্তিগত মাইলস্টোন অতিক্রম করলেন বিরাট। পূর্ণ হল ২২০০০ আন্তর্জাতিক রান। যদিও বিরাট বারবারই বলেছেন ব্যক্তিগত মাইলস্টোনের থেকে দলের জয়ের মূল্য তার কাছে অনেক বেশি। তবু সমর্থকদের আনন্দের একটা কারণ অন্তত হয়ে উঠলেন কাল বিরাট কোহলি।
তার এই অনবদ্য এচিভমেন্ট-এর পর শুভেচ্ছা জানানো হয়েছে বিসিসিআইয়ের পক্ষ থেকে।এদিন বিসিসিআই এর পক্ষ থেকে এদিন টুইট করে লেখা হয়,
“২২০০০ আন্তর্জাতিক রান, শুভেচ্ছা বিরাট কোহলি”
বিরাটের এই দুরন্ত ব্যাটিং দেখে খুশি ফ্যানেরাও কিন্তু কাল যা ছিল আসল লক্ষ্য সেই কাঙ্খিত জয় তুলে নিতে পারেনি ভারত । এখন অস্ট্রেলিয়ার সামনের দিনগুলি ভারত কঠিন পরীক্ষায় ভরিয়ে দিতে পারে কিনা সেদিকেই তাকিয়ে থাকবে ক্রীড়াজগৎ।