দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ ১৭ ডিসেম্বর করোণা পরবর্তী প্রথম টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামতে চলেছে ভারত।আপাতত চলছে একদিনের ম্যাচ। আর এই সাদা বলের লড়াইয়ে ইতিমধ্যেই বড় ব্যবধানে পরপর দুটি ম্যাচ হেরে সিরিজ খুইয়েছে কোহলি ব্রিগেড। এরপরে রয়েছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও।তবে কোয়ারেন্টাইনের নিয়ম বিধির কারণে ভারতীয় টেস্ট বিশেষজ্ঞ খেলোয়াড়রা দলের সঙ্গে থাকলেও। আপাতত তাদের মাঠে নামতে হচ্ছে না।
তাই সবশেষে শুরু হতে চলা টেস্ট সিরিজের আগে মানসিক পরিস্থিতি হালকা রাখতে সন্তানদের নিয়ে ডে আউট বেরোলেন ভারতীয় খেলোয়াড়রা। ছিলেন রবি অশ্বিন, চেতেশ্বর পুজারা, এবং অজিঙ্কা রাহানে। প্রস্তুতির ফাঁকে এখন এই তিন বাবাকে সন্তান সামলানোর কাজেও দিতে হচ্ছে যথেষ্ট মনোযোগ। তিন ক্রিকেটারই পরিবারকে সঙ্গে নিয়ে গেছেন অস্ট্রেলিয়ায়। তাই পরিবারকে সময় দেওয়া যে জরুরি এ নিয়ে কোন সন্দেহ নেই।
সেই ছবি এবার ধরা পরলো রবীচন্দন অশ্বিনের সোশ্যাল মিডিয়ায়। নিজের সন্তানের সাথে ছোট্ট বেড়ানোর ফাঁকে আজ আজিঙ্কা পূজার একসাথে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেন এই ভারতীয় ক্রিকেট তারকা। অশ্বিন এই ছবির নাম দেন ফাদার্স ডে আউট। সাথে সাথেই ভক্তদের মধ্যে ভাইরাল হয়ে পড়ে ছবিটি। ওয়ানডে সিরিজে হারলেও টেস্ট সিরিজে লড়াইয়ের মাঠে যে ছাড়তে চাইবে না টিম ইন্ডিয়া এ নিয়ে কোন সন্দেহ নেই। আর সেক্ষেত্রে দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ক্রিকেটার। রবিচন্দন অশ্বিন বলে এবং পুজারা ও রাহানের ব্যাট রানের বন্যা বওয়ালে তবেই কাবু করা যেতে পারে মাইটি অস্ট্রেলিয়াকে।এখন ভারতীয় ক্রিকেট ফ্যানেদের সেই সাধ আদৌ পূর্ণ হয় কিনা সে দিকেই নজর থাকবে সকলের।