দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে কে এল রাহুল।এবার চোট প্রাপ্ত ওয়ার্নারকে নিয়ে হালকা মেজাজে মজা করে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের সমালোচনার মুখে পড়তে হলো তাকে। ভারত অস্ট্রেলিয়া একদিনের ম্যাচ গুলিতে ভারতের পক্ষে অন্যতম বড় পথের কাঁটা ছিলেন ডেভিড ওয়ার্নার। গত সিরিজে ভারতের বিরুদ্ধে মাঠে নামতে না পারার সমস্ত আক্ষেপ তিনি যেন মিটিয়ে নিতে চেয়েছেন এই দুই ম্যাচে। দুই ম্যাচেই দুরন্ত হাফসেঞ্চুরি এসেছে তার ব্যাট থেকে। আর ফিঞ্চকে সাথে নিয়ে গত দুই ম্যাচে যেভাবে শতাধিক রানের ওপেনিং পার্টনারশিপ গড়ে তুলেছেন তিনি তা ক্রমাগত ম্যাচ থেকে দূরে ঠেলে দিয়েছে রাহুলদের।
কিন্তু গত ম্যাচে ফিল্ডিং করার সময় চোট পান এই তারকা। চোর যদি তেমন গুরুতর হয় তাহলে হয়তো আগামী ম্যাচগুলোতে নাও দেখা যেতে পারে তাকে। ওয়ার্নারের চোট নিয়ে ম্যাচ শেষে দেওয়া সাক্ষাৎকারে রাহুল মন্তব্য করেন, “ওয়ার্নারের চোট ঠিক কতটা গুরুতর, তা আমাদের জানা নেই। তবে ও যদি দীর্ঘদিন চোটের জন্য মাঠের বাইরে থাকে, তা হলে ভালই হয়। কারও চোট নিয়ে কিছু বলা উচিত নয়, তবে ওয়ার্নার অস্ট্রেলিয়া দলের অন্যতম প্রধান ব্যাটসম্যান। তাই ও যদি দীর্ঘদিন মাঠের বাইরে থাকে, তাহলে আমাদের দলেরই সুবিধা হবে।”
এর পরেই রাহুলকে নিয়ে চর্চা শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। বেশ কিছু ক্রিকেটপ্রেমীর কাছে সমালোচিত হন তিনি। এক নেটিজেন বলেন,
“আমার মনে হয় ভারতের সহ অধিনায়কের আরও একটু রসবোধের দরকার রয়েছে। এক জন চোট পয়েছে। তার পর কী ভাবে তা নিয়ে উপহাস করা সম্ভব। এই ধরনের মন্তব্য না করে ভাল করে খেলো।”
আরে ক্রিকেটভক্ত লেখেন, “লোকেশ রাহুল এক জন খেলোয়াড়। আর ওই কি না চাইছে ওয়ার্নার দীর্ঘ সময় চোটের জন্য বাইরে থাকুক? অত্যন্ত নিন্দনীয়। কোথায় গেল স্পোর্টসম্যানশিপ?”