দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আজ আইএসএলে জয়ের লক্ষ্যে মুখোমুখি হয়েছিল এফসি গোয়া এবং নর্থইস্ট ইউনাইটেড। ম্যাচের শুরু থেকেই নর্থইস্টের তুলনায় আজ অনেক বেশি সক্রিয় ছিল গোয়া। প্রথম জল পান বিরতি অবধি আজ যেভাবে একের পর এক আক্রমণ তৈরি করেছে গোয়া এবং যেভাবে তারা পাস খেলেছে তা ছিল সত্যিই অনবদ্য। অন্যদিকে সেভাবে সক্রিয় আক্রমণ তৈরি করতে পারেনি নর্থইস্ট ইউনাইটেড। কিন্তু জলপান বিরতির ঠিক পরেই দুরন্ত সুযোগ এসে গিয়েছিলো ইদ্রিসা সিলার কাছে যদিও যদিও তার দুরন্ত হেড চলে যায় গোলের বাইরে।
কিন্তু নর্থইস্ট ইউনাইটেড এফসি আজ ৪০ মিনিটের মাথায় গোয়ার ডিফেন্ডারদের ভুলে পেনাল্টি আদায় করে নেয়। আর সেই পেনাল্টি গোলে কনভার্ট করতে আর কোন ভুল করেননি ইদ্রিসা সিলা। ফলে এক গোলে ব্যবধান বাড়িয়ে নেয় নর্থইস্ট ইউনাইটেড। কিন্তু ম্যাচে ব্যবধান সমতা ফেরাতে বেশি সময় নেননি ইগর আঙ্গুলোরা। ৪৩ মিনিটের মাথায় ব্যান্ডনের থেকে পাওয়া পাস আজ স্বকীয় ভঙ্গিমায় জালে জড়িয়ে দিতে ভুল করেননি আঙ্গুলো। বাঁ পায়ের। অসাধারণ কারুকাজে আসা তার এই সুন্দর গোলের কারণে আজ হাফ টাইম পর্যন্ত ১-১ গোলের সমতা ফিরে পায় এফসি গোয়া। তবে একথা বলতেই হবে প্রথম হাফে বল পজিশন এবং অন্যান্য নিরিখে নর্থইস্ট ইউনাইটেডের তুলনায় এগিয়ে ছিল গোয়া। অনেক বেশি পাসও খেলেছিল তারা এ নিয়ে কোন সন্দেহ নেই। তবে বলের দখল কোন দলকে ম্যাচ জেতায় না ম্যাচ জেতায় গোল। তাই বিশ্রাম কক্ষে ফেরার ঠিক আগের মুহূর্তে আঙ্গুলোর এই গোল গোয়ার জন্য ছিল ভীষণ গুরুত্বপূর্ণ।
দ্বিতীয়ার্ধে শুরু থেকেই পরপর আক্রমণ তুলে আনতে শুরু করে গোয়া। অঙ্গুলোর হেডার একটুর জন্য গোল মিস না করলে হয়তো আজ ফলাফল কিছুটা অন্য হতে পারত। অন্যদিকে নর্থইস্ট তরফে আজ রক্ষণ বিভাগ ছিল ভীষণ প্রস্তুত। নিনথোই আসার পরে আক্রমণের মুখও কিছুটা খোলার চেষ্টা করেছিল তারা। তবে দু’দলই আজ যেভাবে আক্রমনাত্মক ফুটবল খেলেছে তা ছিল সত্যিই আনন্দদায়ক। তবে বারবার আক্রমণ করার পরেও ৭৫ মিনিট অবধি গোলের মুখ খুলতে পারেন কোন পক্ষই। সেই কারণেই ইদ্রিসা সিলার পাশাপাশি কেওসি আপ্পিয়াকেও মাঠে আনেন নর্থইস্ট কোচ। তবে প্রশংসা করতেই হবে আর যেভাবে বারবার আক্রমণ তুলে এনেছে এফসি গোয়া। অর্টিজ, সেরেটন ফার্নান্ডেজ, এডু বেডিয়ারা যেভাবে আজ সক্রিয় হয়ে ওঠেন তা ছিল সত্যিই অসাধারণ।
আজ দু-পক্ষেরই গতিও ছিল অসাধারণ। আজ কিছুটা দূর্ভাগ্য ছিল এফ সি গোয়ারও। ৮৪ মিনিটের মাথায় আজ যেভাবে নোগুরার শট বারে লেগে বাইরে চলে যায় তা ছিল হতাশাজনক। শেষবেলায় সুযোগ চলে এসেছিল নর্থইস্টের কাছেও। কিন্তু আজ গোলের পথ প্রশস্ত করতে পারেননি নিনথোই। ফলে আজ শেষ পর্যন্ত ড্র দিয়েই ম্যাচ শেষ করতে হয় দু’পক্ষকে।