24 C
Kolkata
Tuesday, March 21, 2023
More

    উধাও মারাদোনার পায়ের ঐতিহাসিক পায়ের ছাপ, লজ্জিত তিলোত্তমা!

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ এক নোবেল চুরির দায়ে লজ্জায় মাথা নত হয়েছিল পশ্চিমবঙ্গর। কবিগুরুর বিশ্বজয়ের স্মৃতি বাঁচাতে পারেনি তারা। অনেক রাজনৈতিক টানাপোড়েনের পরেও শেষ পর্যন্ত ফেরানো যায়নি রবি ঠাকুরের নোবেল। এবার আরেক লজ্জার সামনে কলকাতা। ফুটবল রাজপুত্র মারাদোনার স্মৃতির ইতিহাস ধরে রাখতে পারলো না তিলোত্তমা। ফুটবল রাজপুত্র মারাদোনার বাঁ পায়ের ছাপ ছিল এক বড়োসড়ো স্মৃতি গোটা কলকাতার কাছে। ফুটবল রাজপুত্র প্রথম ভারতে আসেন ২০০৮ সালে। সে সময়ে কলকাতাতেও বেশ কিছু সময় কাটান তিনি।

    বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল মহেশতলা স্টেডিয়াম এবং মহেশতলা স্কুলের জমি উদ্বোধন। হেলিকপ্টারে মহেশতলা পৌঁছানোর পর সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাস সেদিন অভিভূত করেছিল বিশ্বকাপজয়ী এই ফুটবলারকে।মঞ্চ থেকেই ফুটবল নিয়ে নানা স্কিল আর কারুকার্যে দর্শকদের মন ভরিয়ে দেন তিনি। তারপরে আসে এক ঐতিহাসিক ক্ষণ প্লাস্টার অফ প্যারিস নেওয়া হয় মারাদোনার পায়ের ছাপ। সেদিন মারাদোনার পাশে ছিলেন দুই ভারতীয় ফুটবলার কৃষ্ণেন্দু রায় এবং মানস ভট্টাচার্য। স্বাভাবিকভাবেই এই ছাপ যত্ন করে রাখার কথা ছিল কলকাতার। কথা ছিল নবনির্মিত স্টেডিয়ামে রাখা হবে সেই পায়ের ছাপ।

    কলকাতায় মারাদোনা
    পায়ের ছাপ দানের সেই ঐতিহাসিক মুহূর্ত

    কিন্তু শেষ পর্যন্ত নানান টানাপোড়েনের মাঝে গঙ্গা দিয়ে বয়ে গেছে বহু জল। মহেশতলায় বিশ্বকাপজয়ী মারাদোনার উদ্বোধন করা সেই জমিতে আজও হয়নি স্টেডিয়াম। আগের সরকার বর্তমান সরকারের টানাপোড়েনে আটকে আছে স্টেডিয়াম তৈরীর কাজ। আর এরই মাঝে উধাও হলো মারাদোনার পায়ের সেই ঐতিহাসিক ছাপ। আধুনিক মানের এক ফুটবল স্কুল এবং স্টেডিয়াম তৈরি করার উদ্দেশ্যে ইডেন সিটি নামক এক বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হন সেসময়ের সিপিআইএম নেতা শমীক লাহিড়ী। মারাদোনার অনুষ্ঠানেরও অন্যতম উদ্যোক্তা ছিলেন তিনি। স্টেডিয়াম তৈরীর কথা শুনে তা উদ্বোধনের ইচ্ছা প্রকাশ করেছিলেন স্বয়ং মারাদোনা।

    এখন সংবাদসংস্থা নিউজ ১৮ বাংলার তরফে খোঁজাখুঁজির পর জানা যায় মারাদোনার সেই ঐতিহাসিক পায়ের ছাপ কোথায় আছে এটা জানা নেই ইডেন সিটি কর্তৃপক্ষর।নিরাপত্তা কর্মীরা ও খোঁজ দিতে পারলেন না সেই ছবির। শমীক লাহিড়ী বলেন,”কয়েকজন এসে পায়ের ছাপ নিয়েছিল ঠিকই। তবে তা উদ্যোক্তাদের বিষয় ছিল না। পৌরসভা এবং ইডেন সিটি কর্তৃপক্ষ বলতে পারবে সেই ছাপ কোথায়? তবে স্টেডিয়াম তৈরি না হওয়াটা ভীষণই হতাশাজনক।”

    ১২ বছর আগে মারাদোনাকে সাহায্য করা মানস ভট্টাচার্য এবং কৃষ্ণেন্দু রায় এদিন অনুরোধ জানান এই ছাপ খুঁজে বের করার। ফুটবল রাজপুত্রের এই স্মৃতি হারিয়ে ফেলাটা যথেষ্ট লজ্জাজনক তিলোত্তমার কাছে।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    সরে গেল ‘এটিকে’ , পরের মরশুমে ঝড় তুলতে আসছে ‘মোহনবাগান সুপার জায়ান্টস’

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চ্যাম্পিয়ন হওয়ার পরে বড় ঘোষণা করলেন সঞ্জীব গোয়েঙ্কা। মোহনবাগানের নামের শুরু থেকে সরে গেল...

    ভারতসেরা ‘মোহনবাগান’ ! বাঙালির গর্বের দিন

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চাপ বনাম পাল্টা চাপ। পেনাল্টি বনাম পাল্টা পেনাল্টি। অফুরান দৌড় আর স্কিলের ফুলঝুরি দেখাতে...

    ISL চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগান

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : আই এস এল ফাইনালে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিলো এটিকে মোহনবাগান । বেঙ্গালুরু এফসিকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হলো...

    বাড়িতে আনুন বেশকিছু হোমিওপ্যাথি ঔষধ , পাবেন বহু সমস্যা মুক্তি

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : হোমিওপ্যাথি এক পুরনো চিকিৎসা পদ্ধতি। আয়ুর্বেদের সঙ্গেও এই চিকিৎসা পদ্ধতির বেশ কিছু মিল...

    বড় বড় মার্কিন ব্যাংকের পতন ! আসছে মহামন্দা ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : সিলিকন ভ্যালি ব্যাঙ্ক এবং সিগনেচার ব্যাঙ্ক – পর পর দুই বড় মাপের মার্কিন ব্যাঙ্কের...