দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ ব্যাট হাতে তিনি কামাল করেছেন সব সময়। যতবার নেমেছেন মাঠে লিটিল মাস্টার।ততবার তার ব্যালেন্স এবং ফুটওয়ার্কের প্রশংসায় পঞ্চমুখ হয়েছে একের পর এক টিকিট বিশ্লেষক তথা ক্রীড়াপ্রেমী। এখন আর মাঠে নেই ক্রিকেটের ভগবান। কখনো কখনো কমেন্ট্রিতে যদিও বা দেখা যায় তাকে। তবে অন্যদের তুলনায় তা অনেকটাই কম। তবে ক্রিকেটের ভগবান এখন ব্যাস্ত অন্য ফুটওয়ার্ক নিয়ে।
আজ ব্যালেন্স আর ফুটওয়ার্ক পরীক্ষা করে নিতেই বোধহয় সাইকেল নিয়ে বেরিয়ে পড়লেন শচীন টেন্ডুলকার। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করতেই ক্ষণিকের মধ্যে তা ভাইরাল করে ফেলে ভক্তরা। সাইকেলে ঘুরে বেড়ানোর ছবি পোস্ট করে শচীন লেখেন,”ব্যালেন্স এবং ফুটওয়ার্ক এখনো সমস্ত জায়গায় সমান গুরুত্বপূর্ণ।”


বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ক্রিকেটারকে অবসর জীবনে কখনো দেখা যায় লারার সাথে খেলতে। কখনো বা একেবারেই ছেলেবেলার মত সাইকেলে ছুটে বেড়াতে। মাটির কাছাকাছি থাকা এই মানুষটিকে এই কারণেই বোধহয় এত পছন্দ করেন তাঁর ভক্তরা।
https://www.facebook.com/344128252278047/posts/3814936981863806/