দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ বিরাট কোহলির অধিনায়কত্ব নিয়ে ইতিমধ্যেই কড়া সমালোচনা করেছেন গৌতম গম্ভীরের মতো ভারতীয় তারকা ক্রিকেটাররা। এবার সেই তালিকায় যোগ দিলেন পূর্ব আরসিবি কোচ আশিস নেহেরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ানডে সিরিজে লজ্জাজনক হার হয়েছে টিম ইন্ডিয়ার। পরপর দুই ম্যাচে দুরন্ত ব্যাটিংয়ের দৌলতে ভারতীয় বোলিংকে নাস্তানাবুদ করে বিশাল টার্গেটের সামনে দাঁড় করিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া। দুবারই সেই টার্গেট চেজ করতে অসমর্থ হয় ভারত। কার্যত অস্ট্রেলিয়ান অ্যাটাকের সামনে যেভাবে বিধ্বস্ত হয় ভারতীয় ব্যাটিং লাইনআপ তা ছিল হতাশা ব্যঞ্জক ও লজ্জাজনক। প্রথম ম্যাচের হারের পর এই মুখ খুলেছিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন।
তার ভবিষ্যৎ বাণী অনুযায়ী ওয়ানডে সিরিজ নয় টেস্ট এবং টি-টোয়েন্টিতেও অস্ট্রেলিয়ার সামনে প্রতিরোধ গড়ে তুলতে অসমর্থ হবে ভারত। এই করা ভবিষ্যৎ বাণী সত্য হয় কিনা তা অবশ্য কিছুদিন বাদে মিলিয়ে দেখতে হবে। কিন্তু কোহলির অধিনায়কত্ব এবং সিদ্ধান্ত নিয়ে খুশি নয় অনেকেই। এর আগেই তাকে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর।


এবার সেই তালিকায় যোগ দিয়ে আশিস নেহেরা বলেন,” দ্বিতীয় একদিনের ম্যাচে বিরাট মোহাম্মদ শামিকে দুবার বল করানোর পরেই নিয়ে আসেন নবদীপ সাইনিকে। বুঝলাম উনি চাইছিলেন শামি অন্য প্রান্ত থেকে বল করুক। কিন্তু উনি নতুন বলে বুমরাহকেও সরিয়ে নিলেন মাত্র দু ওভার বল করানোর পরেই। আমি মানছি ক্ষনে ক্ষনে বোলার বদল করছিলেন। আসলে ওনার কাছে মাত্র পাঁচটি অপশন ছিল। হার্দিক এবং মায়াঙ্ককে বল করানোর সিদ্ধান্ত সম্ভবত খেলা চলাকালীন নেওয়া হয়।”
আশিস এও মনে করেন যে ভীষণ তাড়াতাড়ি সিদ্ধান্ত বদল করছিলেন বিরাট। তার মতে ৩৫০ রান তো কোহলি নিজের কেরিয়ারে একাধিকবার তারা করেছেন এবার দেখে মনে হচ্ছিল তিনি যেন ৪৭৫ রান তাড়া করছেন। এত বড় অধিনায়কের এরকম সিদ্ধান্তহীনতায় ভোগা দেখে অবাক এই তারকা পেসার।