দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে আজ লড়াইয়ে নামতে চলেছে ইস্টবেঙ্গল। ফাওলার এবং লোবেরো দুই কোচের মধ্যেই রয়েছে আশ্চর্য কিছু মিল। দুজনেই বিশ্বাসী পাসিং ফুটবলে। একদিকে মোহনবাগানের বিরুদ্ধে ৪৭৬টি পাস খেলেছিল ফাওলারের ছেলেরা অন্যদিকে নর্থইস্টের বিরুদ্ধে ৫৭৬টি পাস খেলেছিল মুম্বাই সিটি এফসি। গত ম্যাচে হারের ধাক্কা সামলে আজ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে লাল-হলুদ বাহিনী। দু’দলই এখন বড় সমস্যা হল একজন ভালো বক্স স্ট্রাইকার। বলবন্ত সিংহের অফফর্মকে ডার্বি হারের অন্যতম কারণ বলে ইতিমধ্যেই চিহ্নিত করেছেন রবি ফাওলার। অন্য কারণটি অবশ্যই রক্ষণে ব্যর্থতা। অন্যদিকে জেজেকে দলে রাখলেও আগের দিন মাঠে নামাননি তিনি। তাই আজকে হয়তো জেজের ওপর অনেকটাই নির্ভর করতে চলেছে ইস্টবেঙ্গল।তবে শুরু থেকেই তিনি খেলবেন কিনা এ নিয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে এখনো।সূত্রের খবর অনুযায়ী এই তারকার ফিটনেস নিয়ে এখনও সন্তুষ্ট নন কোচ।
তবে মুম্বাইয়ের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানো নিয়ে আশাবাদী ফাওলার। সোমবার এক সাংবাদিক বৈঠকে তিনি জানান,”সব ম্যাচই আলাদা এটিকে মোহনবাগান আর মুম্বাইয়ের খেলার ধরণ এক নয়।হারলেও ডার্বিতে আমরা ভালোই খেলেছি। মনে রাখতে হবে আমাদের দল একেবারে নতুন। আমি খুশি আগের ম্যাচে ছেলেরা গোলের সুযোগ তৈরি করতে পারায়। “
মুম্বাই সম্পর্কে বলতে গিয়ে এদিন ফাওলার বলেন,”মুম্বাই দারুন দল।লোবেরো খুব ভালো কোচ।ওর কোচিংয়েই গত মরসুমে লিগ টেবিলে এক নম্বরে ছিল গোয়া। আমাদের লক্ষ্য মুম্বাইকে ওদের ছন্দ অনুযায়ী খেলতে না দেওয়া।”
তবে শুধু দল নিয়ে সমস্যাই নয় জো গার্নারের আশাও ছাড়তে হয়েছে লাল-হলুদ বাহিনীকে। সূত্রের খবর অনুযায়ী অনেকদূর কথাবার্তা এগোলেও শেষ পর্যন্ত ভারতে আসছেননা জো গার্নার। উইগান অ্যাথলেটিকের এই তারকা যাচ্ছেন সাইপ্রাস আপোয়েলে।পিলকিংটন, মাঘোমার পাশাপাশি জো এলে অনেকখানি শক্তি পেত লাল-হলুদ আক্রমণ। শুধু তাই নয় বক্স স্ট্রাইকার সংক্রান্ত সমস্যা মুক্তি পেত শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল। কিন্তু শেষ পর্যন্ত গার্নার না আসায় এখন দলের ওপর কতটা প্রভাব পড়ে সেদিকেই নজর থাকবে সকলের।