দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ নিশ্চিত মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরলেন ফর্মুলা ওয়ান চালক রোমাঁ ঘুজঁ।বাহারিন ফর্মুলা ওয়ানের গ্রঁ প্রিতে হাস দলের হয়ে ড্রাইভ করছিলেন এই ফরাসি চালক। প্রথম ল্যাপের সময় দুর্ভাগ্যজনকভাবে ট্রাকের পাশের দেওয়ালে ধাক্কা মারে গাড়িটি। সে সময় গাড়ির গতিবেগ ছিল ২১৫ কিমি। সঙ্গে সঙ্গে দু টুকরো হয়ে যাওয়া গাড়িটিতে আগুন ধরে যায়। কোনোক্রমে তাকে গাড়ি থেকে বের করে আনেন উদ্ধারকারী দল।
ফর্মুলা ওয়ান রেসে এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে বহুবারই। অনেক ক্ষেত্রে গুরুতর আহত হয়েছেন চালকরা। যদিও রোমাঁর ভাগ্য সেক্ষেত্রে ভালো বলতে হয়। ৩৪ বছর বয়সী এই ফর্মুলা ওয়ান চালকের হাতে চোট লাগলেও তেমন গুরুতর আহত হননি তিনি। দ্রুত চিকিৎসার জন্য তাকে এমডিএফ এমসি সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয় হেলিকপ্টারে করে। যদিও সংস্থার তরফে জানানো হয়েছে তার অবস্থার তখনও ছিল স্থিতিশীল।
এর পরেই হাসপাতাল থেকে নিজে ভিডিও পোস্ট করে সমর্থকদের কৃতজ্ঞতা জানান রোমাঁ। তিনি প্রশংসা করেন ফর্মুলা ওয়ানে আনা নতুন হ্যালো প্রটেকশন বারেরও। এই ভিডিও বিবৃতিতে তিনি বলেন,”সবাইকে বলছি আমি এখন সুস্থ আছি। আগে আমি ফর্মুলা ওয়ানে ব্যবহৃত এই হ্যালো প্রটেকশন বারের পক্ষে ছিলাম না। কিন্তু এখন আমি বলছি এটা দারুন কার্যকরী। এটা না থাকলে হয়তো এখন আমি আপনাদের সঙ্গে কথা বলতে পারতাম না।”