24 C
Kolkata
Tuesday, March 21, 2023
More

    মেসিকে ধরে রাখতে যা করা দরকার তাই করবোঃ বললেন বার্সার নতুন প্রেসিডেন্ট পদপ্রার্থী লাপোর্তা!

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ মেসির বার্সা ছেড়ে যাওয়া নিয়ে ইতিমধ্যেই তুঙ্গে উঠেছে জল্পনা। এখন সামনে আসতে চলেছে বার্সেলোনার প্রেসিডেন্সিয়াল ইলেকশন। গত প্রেসিডেন্টের সঙ্গে মেসির মতবিরোধের কথা সামনে এসেছে বারবার। তবে এবারের প্রেসিডেন্সিয়াল প্রতিনিধি জোয়ান লাপোর্তার সঙ্গে মেসির সম্পর্ক যথেষ্ট ভালো বলেই জানা যায়। এবার মেসির বার্সা ত্যাগ প্রসঙ্গে সরাসরি মুখ খুললেন লাপোর্তা। তিনি বলেন মেসিকে বার্সেলোনায় ধরে রাখার জন্য যা করা দরকার তা তিনি করবেন।

    বার্সেলোনার বর্তমান ম্যানেজার রোনাল্ড কোমানের সাথে যথেষ্ট ভাল সম্পর্ক রয়েছে মেসির। যদিও একথা এখনই নির্দিষ্ট করে বলা যায় না যে মেসি তার বার্সা ছাড়ার সিদ্ধান্ত বদলে ফেলবেন। যদিও লাপোর্তা জানান,এই মুহূর্তে মেসির কি প্রয়োজন তা তিনি জানেন। তিনি বলেন,”আমি কোনদিন ভুলবো না সেদিন ওর চোখে কেমন দীপ্তি ছিল যেদিন আমি কুড়ি বছর বয়সী মেসিকে বলেছিলাম একদিন তুমি বার্সেলোনার অধিনায়ক হবে এবং ১০ নম্বর জার্সি পড়বে। বার্সেলোনার জন্য ওর ভালোবাসা নিয়ে কেউ সন্দেহ করতে পারবেনা। আমরা এখনো কথা বলিনি তবে আমরা একে অপরকে সম্মান করি।ওর কাছে এখনো যথেষ্ট সময় রয়েছে।”

    এদিন আরো যোগ করে তিনি বলেন,”মেসি বার্সাকে ভালোবাসে আশা করি ও ক্লাবকে আরেকটা সুযোগ দেবে।আমি ওর সাথে কথা বলার জন্য সঠিক সময়ের অপেক্ষায় রয়েছি।কথোপকথনের মাধ্যমে আশা করি সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে ওকে সাহায্য করতে পারব।”

    এর আগেই অবশ্য ইউরোপিয়ান বড় ক্লাব যেমন চেলসি, ম্যানচেস্টার সিটি এবং সেন্ট প্যারিস তরফে জল্পনা রয়েছে মেসির আগমন নিয়ে। তবে এক্ষেত্রে অনেকেই মনে করছেন যে পরিবারকে নিয়ে এই দেশ থেকে অন্য দেশে চলে যাওয়ার সিদ্ধান্ত সহজ হবে না মেসির পক্ষে। কারণ স্পেনের সাথে তাদের সম্পর্ক সুন্দর। এদিন এ বিষয়ে মুখ খোলেন লাপোর্তাও। চেলসি কিংবা প্যারিসে যাওয়া নিয়ে তিনি বলেন, “এটা শুধু অর্থের প্রশ্ন নয়।ওদের প্রতি আমাদের ব্যবহার এবং সম্পর্ক যেন মধুর এবং পারিবারিক হয় সেটাই দেখতে হবে।”

    এই নিয়ে মুখ খুলেছেন বার্সেলোনার সহঅধিনায়ক তথা মেসির সতীর্থ পিকেও। ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বলেন “আমরা আশা করি ও অবশ্যই থাকবে,এটি লিওর জন্য ব্যক্তিগত সিদ্ধান্ত এবং আমরা অপেক্ষা করব এবং দেখব। তবে যতক্ষণ ও বার্সা শার্ট পরেছেন, ততক্ষণ আশা থাকে। আমরা আশা করি তাকে আরও অনেক বছর ধরে রাখতে পারব।”

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    সরে গেল ‘এটিকে’ , পরের মরশুমে ঝড় তুলতে আসছে ‘মোহনবাগান সুপার জায়ান্টস’

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চ্যাম্পিয়ন হওয়ার পরে বড় ঘোষণা করলেন সঞ্জীব গোয়েঙ্কা। মোহনবাগানের নামের শুরু থেকে সরে গেল...

    ভারতসেরা ‘মোহনবাগান’ ! বাঙালির গর্বের দিন

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চাপ বনাম পাল্টা চাপ। পেনাল্টি বনাম পাল্টা পেনাল্টি। অফুরান দৌড় আর স্কিলের ফুলঝুরি দেখাতে...

    ISL চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগান

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : আই এস এল ফাইনালে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিলো এটিকে মোহনবাগান । বেঙ্গালুরু এফসিকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হলো...

    বাড়িতে আনুন বেশকিছু হোমিওপ্যাথি ঔষধ , পাবেন বহু সমস্যা মুক্তি

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : হোমিওপ্যাথি এক পুরনো চিকিৎসা পদ্ধতি। আয়ুর্বেদের সঙ্গেও এই চিকিৎসা পদ্ধতির বেশ কিছু মিল...

    বড় বড় মার্কিন ব্যাংকের পতন ! আসছে মহামন্দা ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : সিলিকন ভ্যালি ব্যাঙ্ক এবং সিগনেচার ব্যাঙ্ক – পর পর দুই বড় মাপের মার্কিন ব্যাঙ্কের...