দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ সারা বিশ্ব যখন শ্রদ্ধার সঙ্গে শেষ সম্মান জানাচ্ছে ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদনাকে।ঠিক তখনই ঘটলো এক বিতর্কিত ঘটনা। জীবিতাবস্থায় কোনদিনই বিতরকের বাইরে থাকতে পারেননি মারাদোনা। আর মৃত্যুর পরেও বিতর্ক পিছু ছাড়ল না তার। আজ স্পেনের এক মহিলা দলের খেলোয়াড়রা মারাদোনাকে শ্রদ্ধা জানাতে এক মিনিটের নীরবতা পালন করছিলেন। ঠিক সেই সময় দেখা গেল খেলোয়াড়দের সাড়ির মধ্যে ঘুরে বসে আছেন এক মহিলা ফুটবলার। কিন্তু কেন? কারণ অনুসন্ধান করতে গিয়ে জানা যায়, মারাদোনাকে শ্রদ্ধা জানাতে চান না পাউলো ডাপিনা নামের ওই মহিলা খেলোয়াড়। কারণ তিনি স্পষ্ট জানালেন মারাদোনাকে আদৌ শ্রদ্ধা জানানোর মতো ব্যক্তি মনে করেন না তিনি। এই দৃষ্টিকটু ছবি নিমেষেই ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
তবে পাওলোর মতে, মারাদনা নয় বরং তাদের জন্য শ্রদ্ধা জানানো করা উচিত যারা মারাদোনার দ্বারা অত্যাচারিত হয়েছেন। বিশেষত, মহিলা বিতর্কে বারবার বারবার জড়িয়ে পড়তে হয়েছে আর্জেন্টিনার ফুটবল তারকাকে।যার কারণেই ডিপানা মনে করেন,ব্যক্তি জীবনে মারাদোনা একজন হেনস্তাকারী। আর একজন হেনস্তাকারী জন্য তার কোন শ্রদ্ধা নেই। বরং তিনি তাদের প্রতি শ্রদ্ধা জানাবেন যারা মারাদোনার হেনস্থার শিকার।
এর পরেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় ছবিটিকে ঘিরে নানা বিতর্ক। অনেক মারাদোনা ভক্তই পাওলোর প্রাণনাশের হুমকি দেয় বলেও জানা যায়। যদিও স্পেনের কোন দলের একজন মহিলা খেলোয়াড় মারাদোনাকে শ্রদ্ধা জানালেন কিনা তাতে শেষ পর্যন্ত কিছু এসে যায় না। তবে একটা বিষয় পাওলোর এই পদক্ষেপ স্পষ্ট করে দেয় তা হল মারাদনা একজন বিতর্কিত নায়ক।