দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ কৃষক আন্দোলনের সমর্থনে পুরস্কার ফিরিয়ে দিলেন বহু ক্রীড়াবিদ। আজ তারা জানিয়ে দিলেন কৃষকদের ওপরে অত্যাচারের প্রতিবাদে নিজেদের পাওয়া যাবতীয় সম্মান ফিরিয়ে দেবেন তারা। এই প্রাক্তন ক্রীড়াবিদদের তালিকায় রয়েছেন পদ্ম পুরস্কার তথা অর্জুন পুরস্কার জয়ী বহু খ্যাতনামা খেলোয়াড়।
শনিবার জলন্ধরে এক সাংবাদিক বৈঠকে অর্জুন পুরস্কার জয়ী সজ্জন সিং চিমা খেলোয়াড়দের পক্ষ থেকে বলেন,”আমি নিজে একজন কৃষক পরিবারের সন্তান। ওরা বহুদিন ধরে শান্তিপূর্ণ আন্দোলন করছে। একটাও হিংসার ঘটনা ঘটেনি। কিন্তু যখন ওরা দিল্লি যেতে চাইলেন ওদের দিকে জলকামান দিয়ে দেওয়া হল, কাঁদানে গ্যাসের শেল ছোঁড়া হল। এভাবে যদি গুরুজনদের পাগড়ি খুলে দেওয়া হয়।তাহলে আমাদের এই পুরস্কার এবং সম্মানের কোনো অর্থই হয় না। “
আজ তিনি স্পষ্ট জানান,” আমরা কৃষকদের পাশে আছি। আর এসব পুরস্কার চাই না।”কয়েকদিন যাবৎ পাঞ্জাব এবং হরিয়ানার নতুন কৃষক বিল নিয়ে আন্দোলনেই বসেছিল কৃষকরা। কিন্তু তার বিরুদ্ধে বারবার নেমে আসে পুলিশের নৃশংস অত্যাচার। যা ব্যথিত করেছে এই সমস্ত খ্যাতনামা ক্রীড়াবিদদের। তাই সরকারের দেওয়া সমস্ত পুরস্কার ফিরিয়ে দিয়ে তারা আজ প্রতিবাদ জানালেন এই কৃষক বিরোধী বিলের।
এদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত কুস্তিবিদ কর্তার সিং,অলিম্পিক সোনাজয়ী হকি খেলোয়াড় তথা অর্জুন পুরস্কার প্রাপক গুরমেল সিং, প্রাক্তন হকি অধিনায়ক যাকে ভারতে গোল্ডেন গার্ল বলা হতো সেই রাজবীর কৌর। আজ সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করা হয় পাঞ্জাবের প্রায় দেড়শ জন খ্যাতনামা ক্রীড়াবিদ তাদের অর্জুন পুরস্কার এবং পদ্ম পুরস্কার ফিরিয়ে দেবেন। আগামী ৫ ডিসেম্বর তারা যাবেন রাষ্ট্রপতি ভবনে। অন্নদাতাদের ওপর এই ধরনের অত্যাচার সহ্য করতে পারেননি কোন ক্রীড়াবিদই।তাই রাস্ট্রপতির সামনে নিজেদের পদক এবং সমস্ত সম্মান ফিরিয়ে দেবেন তারা। হরিয়ানার ক্রীড়াবিদদের সাথে যোগ দিয়েছেন পাঞ্জাবের প্রাক্তনরা। কৃষকদের বিক্ষোভ নিয়ে এমনিতেই চাপে রয়েছে সরকার। এর পর বিদ্যুৎ জনদের এই পুরস্কার ফিরিয়ে দেওয়া কতটা প্রভাব ফেলে সে দিকেই নজর থাকবে সকলের।