দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল এবং মুম্বাই সিটি এফসি। গত ম্যাচে ডার্বি হারের পর আর যথেষ্ট প্রত্যাশার চাপ ছিল লাল-হলুদ বাহিনীর উপর। কিন্তু আজও রক্ষণভাগের সমস্যা প্রথম কুড়ি মিনিটের মধ্যেই চাপে ফেলে দেয় ইস্টবেঙ্গলকে। হুগো বৌমৌস হুগোর পাস থেকে অ্যাডাম লে ফন্ড্রের দুরন্ত পায়ের কাজ আজ সামলাতে পারেনি তারা।ফলে প্রথম অর্ধের মধ্য পর্বেই এক গোলে এগিয়ে যায় মুম্বাই সিটি এফসি। প্রথম পাঁচ মিনিটের মধ্যেই চোট পেয়ে ড্যানি ফক্স উঠে যাওয়ায় আরো বেশি ধ্বস্ত হয়ে পড়ে লাল-হলুদের রক্ষণ বিভাগ।
প্রথম গোলের ধাক্কা সামলে ফিরে আসার চেষ্টা করলেও আজ সেভাবে সংগঠিত আক্রমণ তুলতে পারেনি ইস্ট বেঙ্গল। তবে ৩৫ মিনিটের মাথায় বার্জেসের ভুল থেকে ভালো জায়গায় ভুল থেকে ফ্রি-কিক পেয়ে গিয়েছিলো তারা। কিন্তু আজ গুগলের মুখ খুলতে পারেননি পিলকিংটন। অন্যদিকে প্রথমার্ধের শেষের দিকে যেভাবে বারবার আক্রমণ তুলে আনে মুম্বাই তা সত্যিই প্রশংসনীয়। আজ বেশ কিছু সুযোগ পেয়েছিল লাল-হলুদ বাহিনীও তবে পিলকিংটন সেরকম সক্রিয় হতে পারেননি। মাঘোমাকেও আজ তেমন বিধ্বংসী হয়ে উঠতে দেখা যায়নি। বিশ্রামকক্ষে ফেরার ঠিক আগে আজ আরেকটি দুরন্ত সুযোগ চলে আসে লাল-হলুদ বাহিনীর কাছে। কিন্তু দ্বিতীয়বারেও ফ্রি কিক থেকে বল গোলে পৌঁছে দিতে পারেননি পিলকিংটন। অন্যদিকে আহমেদ জাহু ফিরে আসার পর আজ যথেষ্ট ইম্প্রেসিভ ছিল মাইটি মুম্বাই। যদিও দ্বিতীয়বার আর পরাস্ত হতে হয়নি দেবজিত মজুমদারকে। ফলে বিশ্রাম কক্ষে ১-০ গোলের লিড নিয়ে ফেরেন মুম্বাই সিটি এফসি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার ধাক্কা খায় ইস্টবেঙ্গল দল। রক্ষণের ভুল থেকে ৪৮ মিনিটের মাথায় পেনাল্টি পেয়ে যায় মুম্বাই সিটি এফসি। আজ নিজের দ্বিতীয় গোল তুলে নিতে কোন ভুল করেননি লে ফন্ড্রে। হলে ম্যাচ থেকে অনেকটাই পিছিয়ে পড়ে ইস্টবেঙ্গল। তার ওপর আবার ৫৮ মিনিটের মাথায় সান্তানার দুরন্ত পায়ের কাজে তৃতীয় বার পিছিয়ে পড়ে ইস্টবেঙ্গল দল। ৩-০-এর এই ব্যবধান থেকে আবার ম্যাচে ফিরে আসা যথেষ্ট কঠিন ছিল লাল হলুদ বাহিনীর পক্ষে। অন্যদিকে যেমনটা চেয়েছিল আজ সেভাবেই খেলেছে লোবেরার ছেলেরা। অপরপক্ষে রক্ষণ ভেঙে দু একটি শট করলেও আজ অমরিন্দর সিংকে পরাস্ত করতে পারেনি লাল হলুদ।
তৃতীয় গোলটি হবার পর থেকে আজ সেভাবে আক্রমণ তুলে আনতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধে সভা বেশ সক্রিয় হতে পারেনি মাঘোমা পিলকিংটনরা। বিশেষত লাল-হলুদ বাহিনীর ফিটনেস আর যথেষ্ঠ চিন্তায় রাখবে ফাওলারকে।আজ তিনটি গোলেই সুন্দর যোগদান করেন হুগো বোমাউস।প্রথম বলে যেমন অবদান রেখেছিলেন তিনি, দ্বিতীয় গোলটিতে পেনাল্টি পাওয়ার ক্ষেত্রেও তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ এবং তৃতীয় গোলটি তো ফ্রি-কিক আসে তার পা থেকে। যা সুন্দর ফিনিশ করেন সান্তানা। অন্যদিকে শেষ পর্যন্ত আজ আর ম্যাচে ফিরতে পারেনি এসসি ইস্টবেঙ্গল। বিশেষত স্ট্রাইকার হিসেবে বলবন্তের পারফরম্যান্স আজ সত্যিই হতাশাজনক। আজ যেভাবে ৩-০ গোলে পরাজিত হল ইস্টবেঙ্গল তাতে আগামী দিনে যদি খুব তাড়াতাড়ি জয়ের পথে ফিরতে না পারে তারা তাহলে টুর্নামেন্ট জয়ের আশা ছাড়তে হতে পারে ফাওলারের দলকে।