29 C
Kolkata
Tuesday, March 28, 2023
More

    হার্দিক জাদেজার হার্দিক প্রচেষ্টায় সম্মানজনক স্কোর খাড়া করলো টিম ইন্ডিয়া

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আজ সম্মান বাঁচানোর লড়াইয়ে তৃতীয় একদিনের ম্যাচের ক্যানবেরায় মুখোমুখি হয়েছিল ভারত অস্ট্রেলিয়া। সিরিজ হারের ধাক্কা সামলে মাঠে ফিরে আসার জন্য আজ দলে বেশ কিছু পরিবর্তন এনেছিল প্রথমবার মায়াঙ্কের জায়গায় সুযোগ পেয়েছিলেন শুভমান গিল।এছাড়াও দলে এসেছিলেন তিনি নটরাজন, কুলদীপ যাদবরাও। সিরিজের প্রথমবার টসে জিতে আজ ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া।

    শুরুটা আজ খুব একটা ভালো হয়নি বিরাট বাহিনীর জন্য। ভালো শুরু পেলেও আজও ইনিংস বড় করতে পারেননি শিখর ধাওয়ান। মাত্র ১৬ রানেই সন অ্যাবোটের শিকার হতে হয় তাকে। তবে আজ ভালো শুরু করেন শুভমান গিল এবং অধিনায়ক বিরাট কোহলি। দ্রুত প্রথম উইকেট পতনের ধাক্কা সামলে গত ম্যাচে যেভাবে শেষ করেছিলেন সেখান থেকেই শুরু করেন বিরাট। কিন্তু দুরন্ত শুরুর পরেও আজ বড় ইনিংস খেলতে ব্যর্থ হন শুভমানও। ৩৯ বলে ৩৩ রানের সুন্দর ইনিংস খেলে বাঁহাতি স্পিনার অ্যাগারের বলে এলবিডব্লিউ হন তিনি। তবে অন্যদিকে বিরাট ছিলেন স্বকীয় ভঙ্গিমায়। শচীনের পর প্রথম ভারতীয় খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে আজ ১২ হাজার রানও পূর্ণ করেন তিনি। তবে আজ বেশিক্ষণ তার সঙ্গ দিতে পারেননি শ্রেয়াস আইয়ার। মাত্র ১৯ রান করেই জ্যাম্পার শিকার হন তিনি।

    ফলে গত ম্যাচের পর আবার রাহুল এবং কোহলির উপর দায়িত্ব ছিল ভারতকে বড় রানে পৌঁছে দেবার। কিন্তু আজ বেশিক্ষণ বিরাটকে সঙ্গ দিতে পারেননি সহ-অধিনায়ক কে এল রাহুলও।মাত্র ৫ রানে অ্যাগরের শিকার হন তিনিও। তবে ঘন ঘন উইকেট পতন ওয়াজ কোনো পরিবর্তন আনতে পারেনি বিরাট কোহলির ব্যাটিংয়ে।মাত্র ৬৪ বলে চারটি চারের সাহায্যে নিজের অর্ধশত রান পূর্ণ করেন তিনি।কিন্তু আজও কাঙ্খিত শতরান এলোনা কোহলির ব্যাট থেকে। ৭৮ বলে ৬৩ রানের সুন্দর ইনিংস খেলে হেজেলউডের লাফান বল সামলাতে না পেরে উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে বসেন কিং কোহলি।

    ফলে গভীর সমস্যায় পড়ে ভারতীয় ব্যাটিং। বড় স্কোর গড়ে তোলার চাপ স্পষ্টতই ফুটে উঠতে থাকে তাদের ওপর। একমাত্র দায়িত্ব ছিল হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাদেজার উপর। এই ম্যাচে জিততে হলে সাড়ে তিনশোর উপর রান ভীষণ দরকার ছিল ভারতের। কিন্তু প্রথম থেকেই লাগাতার উইকেট পতনের জেরে বড় পার্টনারশিপ দানা বাঁধাতে পারেনি মেন ইন ব্লু। তবে অর্ধেক দল হারালেও আজ লড়াই জারি রাখার চেষ্টা করেন হার্দিক এবং জাদেজা। মাত্র ৫৫ বলে চারটি চার দিয়ে সাজানো গুরুত্বপূর্ণ অর্ধশতক পূর্ণ করেন পান্ডিয়া। অর্ধশত রান পূর্ণ করার পরেই চিরাচরিত হার্দিক পান্ডিয়ার দুরন্ত মারমুখী ব্যাটিং চোখে পড়ে। অন্যদিকে ভালো সঙ্গ দেন জাদেজাও।

    অন্যদিকে ভালো সঙ্গ দেন জাদেজাও।মাত্র ৪৪ বলে চারটি চার ও তিনটি ছয়ের সাহায্যে নিজের দুরন্ত অর্ধশতরান পূর্ণ করেন তিনি। অন্যদিকে হার্দিকও প্রতি ওভারেই বাউন্ডারি তুলে নেবার দিকে মনোযোগ দেন। শেষ পর্যন্ত জাদেজার পাঁচটি চার ও তিনটি ছয় দিয়ে সাজানো ৬৬ এবং পান্ডিয়ার ৭৬ বলে সাতটি চার আর একটি ছয় দিয়ে সাজানো ৯২ রানের ইনিংসের দৌলতে ৩০২ রানের লক্ষ্য পার করে টিম ইন্ডিয়া। যদিও এই পিচে এ স্কোর মোটেই যথেষ্ট নয় তবে বোলারদের চেষ্টার জন্য কিছু রান যে রইল নিয়ে কোন সন্দেহ নেই।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    আসন্ন IPL-এ কোন দলের অধিনায়ক কে হলেন ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : কলকাতা নাইট রাইডার্স সোমবার তাদের দলের অধিনায়কের নাম ঘোষণা করা হয়েছে। ১০টি আইপিএল দলের...

    বাড়ল প্যান ও আধার সংযুক্তিকরণের সময়সীমা ! সিদ্ধান্ত কেন্দ্রের

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : কেন্দ্রের তরফে আগেই ঘোষণা করা হয়েছিল, চলতি মাসের মধ্যেই প্যান ও আধার লিংক করিয়ে...

    মোদীর লক্ষ্য ৪০০ পার ! বঙ্গে বিজেপির লক্ষ্য ২৫

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : দিল্লি লক্ষ্যমাত্রা ঠিক করে দিয়েছে। আব কি বার ৪০০ পার। ২০২৪-এর লোকসভা ভোটে সারা...

    মাঝে মাঝেই জ্বরে ভুগছেন ? মুক্তি পেতে ভরসা রাখুন হোমিওপ্যাথিতে

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : জ্বরের অনেক কারণ থাকতে পারে তৎসহ জ্বরের বিভিন্ন উপসর্গ থাকে। নীচে জ্বরের উপসর্গ অনুযায়ী...

    ৩রা এপ্রিল ছুটি ঘোষণা করল রাজ্য সরকার !

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর। এবার মহাবীর জয়ন্তীতেও ছুটি দিচ্ছে রাজ্য সরকার। শনিবার...