দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ এক দশকে এই প্রথমবার একটি গোটা বছরে একদিনের আন্তর্জাতিক ম্যাচে কোন সেঞ্চুরি পেলেন না বিরাট কোহলি। ২০০৯ সাল থেকে কোন বছর এমন নেই যেখানে অন্তত একটি একদিনের আন্তর্জাতিক সেঞ্চুরি নেই কোহলির। কিন্তু ২০২০ সালে একবারও তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছতে পারলেন না ভারতীয় ক্রিকেটের এই উজ্জ্বল তারকা। যদিও এই স্ট্যাটিসটিকসে বড় ভূমিকা রয়েছে করোনা অতিমারিরও। কারণ অতিমারির কারণেই এ বছর প্রায় ছমাস বন্ধ ছিল ক্রিকেট। আর সেই কারণেই একদিনের আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামা হয়নি কোহলির।
এ বছর মাত্র নটি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি। সংগ্রহ করেছেন ৪৩১ রান। অবশ্য নিজের জন্য যেরকম স্ট্যান্ডার্ড সেট করেন বিরাট। সেই কারণেই অনেকটা প্রত্যাশার চাপ ছিল তার উপর। সাধারণ দৃষ্টিতে দেখতে গেলে ৪৭.৮৮ গড়ে সংগ্রহ করা এই রান যে কোন আন্তর্জাতিক ব্যাটসম্যানের পক্ষেই সম্মানজনক।তবে পঞ্চাশের কম গড় এবং সর্বোচ্চ ৮৯ রান হতাশ করে কোহলি সমর্থকদের। কারণ পরপর শতরানকে তিনি অভ্যাসে পরিণত করেছেন। আপাতত একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৪৩ টি সেঞ্চুরির মালিক তিনি। সামনে রয়েছেন কেবলমাত্র শচীন টেন্ডুলকার।আর সেই কারণেই হয়তো কোহলি সমর্থকদের আশা ছিল এ বছরও নিজের সেঞ্চুরি সংখ্যাকে আর একটু আগে বাড়িয়ে নিয়ে যাবেন তিনি। লকডাউন এবং কোভিডের জেরে মার্চ মাস থেকে আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামেনি ভারত।
আজও যখন ৬৩ রানের অধিনায়ক কিছুতো ইনিংস খেলে অজি বোলারদের ধস্ত করছিলেন তিনি,সকলেই আশা করেছিল হয়তোবা বছরের প্রথম সেঞ্চুরি আসতে চলেছে তার ব্যাট থেকে। কিন্তু ঠিক তখনই হেজেলউডের লাফান বল সামলাতে গিয়ে উইকেট কিপার এর হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয় তাকে। প্রসঙ্গত উল্লেখ্য গত ম্যাচে ৮৯ রানে দুরন্ত ইনিংস খেলেছিলেন কিং কোহলি। কিন্তু কাঙ্ক্ষিত থ্রি ফিগার মার্কে পৌঁছতে পারেননি তিনি।
গত তিন বছরে মোট ১৭ টি সেঞ্চুরি এসেছে কোহলির ব্যাট থেকে। ২০১৭ এবং ২০১৮ সালের ছটি করে মোট একডজন এবং গত ক্যালেন্ডার বর্ষে পাঁচটি সেঞ্চুরি পেয়েছিলেন তিনি। সেই দিক থেকে দেখতে গেলে এই প্রথম নিষ্ফলা ক্যালেন্ডার ইয়ার কাটাতে হলো কোহলিকে।তাছাড়া একদিনের ম্যাচের অধিনায়ক হিসেবেও প্রদর্শন এবছর ততখানি ভালো নয় কোহলির। গত পাঁচটি একদিনের আন্তর্জাতিক ম্যাচের পাঁচটিতেই হেরেছেন তিনি।যার মধ্যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলা তিনটি এবং রয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলা গত দুটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ। ক্রিকেট জীবনের এই বছরটি ততখানি সার্থকতা না পেলেও আশা রাখা যায় ২০২১ সালে আবার নতুন উদ্যমে ফিরে আসবেন কোহলি।