দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ এখন দু পক্ষই নিজেদের জমি ছাড়তে চাননা। দেশের নানা প্রান্তের কৃষক শ্রেণি গোষ্ঠী আন্দোলনে সামিল হচ্ছেন। কেউ বলছেন এটা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আন্দোলন, যা অনেকাংশে এই সিস্টেম কে শেষ করে দিতে পারে। আইন প্রত্যাহার না করলে কৃষকরা মৃত্যু পর্যন্ত লড়ে যাবে। সরকারও এই কৃষি বিল প্রত্যাহার করবে না, সেই সিদ্ধান্ত তে অনড়।
এদিন, কুস্তিগির খালি কৃষকদের সাথে প্রতিবাদে এসেছিলেন। তিনি জানিয়েছেন যে এই আন্দোলন শুধু কৃষকদের নয়, সাধারণ মানুষেরও, কৃষকদের স্বার্থ দেখা নৈতিক কর্তব্য। তিনি সরকারের কাছে বিনীত অনুরোধ করেছেন যে সরকার এই যেন প্রত্যাহার করে নেন। তিনি তীব্র ভাবে কৃষকদের পাশে দাঁড়ানোর কথা বলেম, কৃষকরা দেশের অন্নদাতা, তাই তাদের প্রতি এরকম হেনস্থা অনুচিত। কৃষকদের ক্ষতি মানে দেশের ক্ষতি বলে মনে করেন তিনি।