দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে আকর্ষনীয় ফুটবল না খেললেও সুযোগ সন্ধানী রয় কৃষ্ণার দুর্দান্ত গোলে তিন পয়েন্ট ঘরে তুলেছিল এটিকে মোহনবাগান। প্রথম ম্যাচ জয়ের পর হাবাসের দলের সামনে ছিল আইএসএলে প্রথমবার খেলতে নামা এসসি ইস্টবেঙ্গলকে সামলানোর চ্যালেঞ্জ। প্রথমার্ধে হালকা চাপ থাকলেও দ্বিতীয়ার্ধের শুরুতে রয় কৃষ্ণা এবং তারপর সুপার সাব মনবীরের দুর্দান্ত গোলে রবি ফাওলারের দলকেও হারিয়ে চলতি আইএসএল মরশুমে নিজেদের প্রথম দুটি ম্যাচ জিতে এখন অনেকটাই আত্মবিশ্বাসী সবুজ মেরুন শিবির। কাল চলতি টুর্নামেন্টের ১৫তম ম্যাচে তাদের মুখোমুখি স্টুয়ার্ট ব্যাক্সটারের ওড়িশা এফসি।
চলতি আইএসএলে এখনও জয়ের মুখ দেখেনি ওড়িশা। ২ টি ম্যাচ খেলে ১ টি হেরে ও অপরটি ড্র করে লিগ টেবিলের দশম স্থানে রয়েছে তারা। কালকেও জয় তুলে নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান দখল করার ব্যাপারে আশাবাদী প্রীতম কোটাল, প্রবীর দাস-রা। এই মুহূর্তে ৩ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে রয়েছে মুম্বাই সিটি এফসি। লিগের শীর্ষে নিজেদের অবস্থান মজবুত করার এই সুযোগ কাজে লাগাতে মরিয়া ফুটবলাররা। কিন্তু এটিকে মোহনবাগান কোচ হাবাস ব্যাপারটি এত সহজ হবে বলে মনে করেন না।
চলতি আইএসএলে এখনও জয় পায়নি ওড়িশা। তাই নিজেদের প্রথম জয়ের লক্ষ্যে মাঠে নামবে তারা। হাবাসের মতে তাদের চেয়ে তাদের প্রতিপক্ষের জয়ের তাগিদ থাকবে অনেক বেশি। ওড়িশা অনেক বেশি আক্রমণে উঠবে বলেই আশঙ্কা করছেন ফুটবল বিশেষজ্ঞরাও। আর সেই জায়গাতেই নিজেদের রক্ষণকে সুদৃঢ় রেখে পাল্টা আক্রমণে ওড়িশাকে ভাঙার চেষ্টা করবে মোহনবাগান, এমনটাই সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। হাবাস বরাবরই সুন্দর ফুটবলের বদলে কার্যকরী ফুটবলের ওপর বেশি গুরুত্ব দেন। তার ফলও পেয়ে এসেছে তার দল। কালকের ম্যাচে সেই ঘটনার ব্যাতিক্রম হওয়ার কোনও কারণ নেই। হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশঙ্কা থাকলেও সাম্প্রতিক ফর্মের বিচারে কাল এগিয়ে থাকছে এটিকে মোহনবাগানই।
এটিকে মোহনবাগান সম্ভাব্য একাদশ-
গোলরক্ষক-
অরিন্দম ভট্টাচার্য্য,
রক্ষণ-
সন্দেশ ঝিঙ্গান, তিরি, কার্ল ম্যাকহাগ
মাঝমাঠ-
প্রবীর দাস, প্রীতম কোটাল, শুভাশিস, প্রণয় হালদার, জাভি হার্নান্দেজ
আক্রমণ-
ডেভিড উইলিয়ামস, রয় কৃষ্ণা
ওড়িশা এফসি সম্ভাব্য একাদশ-
গোলরক্ষক-
কমলজিৎ সিং
রক্ষণ-
শুভম সারেঙ্গি, স্টিভেন টেইলর, জ্যাকব ট্র্যাট, হেনরি অ্যান্টনী
মাঝমাঠ-
কোল আলেকজান্ডার, গৌরব বোড়া, নন্দ কুমার শেখর, মার্সেলিনো, ড্যানিয়েল লালমপুঁইয়া
আক্রমণ-
দিয়েগো মৌরিসিও