দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আজ ভারত অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল কোহলি এবং ফিঞ্চ বাহিনী। গত দুই ম্যাচে লজ্জাজনকভাবে হেরে সিরিজ খাওয়ালেও এই ম্যাচে ঘুরে দাঁড়ায় টিম ইন্ডিয়া। আজ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক বিরাট কোহলি। প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত যে সফল তা বুঝতে কোন অসুবিধা হয়নি। কিং কোহলির অধিনায়কোচিত ৬৩ রানের ইনিংস দিয়ে শুরু হয় পথ চলা। ৭৮ বলের এই ইনিংস কোহলি সাজিয়ে দেন পাঁচটি অসাধারণ বাউন্ডারি দিয়ে। অন্যদিকে লাগাতার উইকেট পতন হলেও আজ হার্দিক এবং জাদেজার হাত ধরে ঘুরে দাঁড়ায় ভারত। মাত্র ৭৬ বলে সাতটি চার ও একটি দুরন্ত ছয় দিয়ে সাজানো ৯২ রানের ঝকঝকে ইনিংস উপহার দেন কুম্ফু পান্ডেয়া।অন্যদিকে ৫০ বলে পাঁচটি চার ও তিনটি বিশাল ছক্কার ৬৬ রানের অনবদ্য ইনিংস খেলেন রাজপুত রবীন্দ্র। মূলত এই তিন মহারথীর ব্যাটিংয়ের দৌলতেই অস্ট্রেলিয়ার সামনে ৩০৩ রানের টার্গেট রাখে ভারত।
জবাবে ব্যাট করতে নেমে যথেষ্ট লড়াই দেয় ওয়ার্নারবিহীন অস্ট্রেলিয়াও। ওপেনিংয়ে আবারও সফল অধিনায়ক ফিঞ্চ। ৮২ বলে সাতটি চার ও তিনটি বিশাল ছক্কা দিয়ে সাজানো ৭৫ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেন তিনি। তবে বাকি অস্ট্রেলীয় ব্যাটসম্যানরা শুরু পেলেও সেভাবে বড় করে উঠতে পারেননি তাদের ইনিংস। কেবলমাত্র ম্যাক্সওয়েল ৩৮ বলে ৫৯ রানের লড়াকু ইনিংস উপহার দেন। প্রশংসা করতে হবে ভারতীয় বোলারদেরও। প্রত্যেকেই আজ ছিলেন যথেষ্ট কার্যকরী। নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচে দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন টি নটরাজন অন্যদিকে শার্দুল ঠাকুর একদিনের আন্তর্জাতিক ম্যাচে তার কামব্যাক ইনিংসে তিনটি উইকেট তুলে নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তবে সম্ভবত সবচেয়ে ইম্পর্ট্যান্ট ম্যাক্সওয়েলের উইকেটটি যথাযথ সময় তুলে নেন বুমরাহ। ফলে আজ আর সেভাবে লড়াই দিতে পারেনি অস্ট্রেলিয়া ২৮৯ রানেই শেষ হয়ে যায় তাদের ইনিংস।
সিরিজ হারলেও এই ম্যাচের পর খুশি বিরাট কোহলি। টুইটারে তিনি লেখেন, “এই দল নিয়ে আমি গর্বিত, আমরা এগিয়ে যাব। এখন লক্ষ্য টি-টোয়েন্টি সিরিজ।”
বিরাট যেমন তার টি-টোয়েন্টি সিরিজের লক্ষ্য স্পষ্ট করে দিয়েছেন দলের কাছে। তেমনই এই জয়ের পর শুভেচ্ছা জানিয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীও। নিজের টুইটার হ্যান্ডেল থেকে টিম ইন্ডিয়া কে শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, ” সিরিজ হেরেছি ঠিকই কিন্তু এটা একটা ভালো জয়। আশা করি এই জয় অস্ট্রেলিয়া সফরকে আমাদের পক্ষে ফেরাতে সাহায্য করবে। জাদেজা এবং হার্দিক আগামী দিনে ভারতের জন্য বড় সম্পদ হয়ে উঠতে চলেছে। ওরা যে পজিশনে খেলে সেটা সত্যিই খুব কঠিন।”