দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ চ্যাম্পিয়ন্স লিগের গ্রূপ পর্বের হাড্ডাহাড্ডি ম্যাচে ওলে গানার সলশায়ারের ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-৩ ফলে হারিয়ে দিল টমাস তুচেলের প্যারিস সেন্ট জার্মেইন। সেই সঙ্গে জমে উঠলো চ্যাম্পিয়ন্স লিগের গ্রূপ ‘এইচ’-এর লড়াই। ৫ ম্যাচ খেলে ৯ পয়েন্ট নিয়ে একই জায়গায় রয়েছে গ্রূপের তিনটি দল। পিএসজি, ম্যান ইউ এবং আরবি লেপজিগের মধ্যে কাদের ভাগ্যে চ্যাম্পিয়ন্স লিগের নক-আউট পর্বতে পৌঁছনো আছে, তা জানতে অপেক্ষা করতে হবে আরও একটি সপ্তাহ।
খেলা শুরুর ছয় মিনিটের মধ্যে গোল করে পিএসজি-কে এগিয়ে দিয়েছিলেন নেইমার জুনিয়র। চলতি ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগে এটি তার তৃতীয় গোল। এরপর ৩২ মিনিটে গোল করে ম্যান ইউকে সমতায় ফেরান ইংলিশ স্ট্রাইকার মার্কাস র্যাশফোর্ড। পিএসজি-র বিরুদ্ধে গোল করাটা নিজের অভ্যাসে পরিণত করে ফেলেছেন তিনি। চলতি চ্যাম্পিয়ন্স লিগে এটি তার ষষ্ঠ গোল ছিল। প্রথমার্ধতে আর কোনও নাটক হয়নি। ১-১ অবস্থাতেই ড্রেসিংরুমে ফেরে দুই দল।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় পিএসজি। ৬৯ মিনিটে ম্যান ইউ রক্ষণের ভুলে পিএসজি-র দ্বিতীয় গোলটি করে যান ব্রাজিলিয়ান ডিফেন্ডার মারকুইনস। এর পর বিপজ্জনক ফাউল করে নিজের দ্বিতীয় হলুদ কার্ড মাঠ ছাড়েন ফ্রেড। ১০ জন হয়ে যাওয়ার পর লড়াই আরও কঠিন হয়ে পড়েছিল রেড ডেভিলসদের পক্ষে। তাও ৯০ মিনিট অবধি লড়াই চালায় তারা। কিন্তু ম্যাচের অতিরিক্ত সময়ে রাফিনহার পাস থেকে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করে ম্যানচেস্টার ইউনাইটেডের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন নেইমার। একইসাথে নক-আউটে যাওয়ার আশাও ভালোভাবে বজায় থাকে পিএজসি-র। গ্রূপ পর্বের শেষ পর্যায়ে ইস্তানবুলের সাথে ড্র করলেই পরবর্তী পর্যায়ে পৌঁছে যাবেন এমব্যাপেরা। অপরদিকে চ্যাম্পিয়ন্স লিগের নক-আউট নিশ্চিত করতে ম্যান ইউকেও শেষ ম্যাচে ড্র করলেই চলবে। তবে তাদের কাজটা একটু বেশি কঠিন। শেষ ম্যাচে তাদের খেলতে হবে নক-আউট পর্ব নিশ্চিত করতে মরিয়া জার্মানির আরবি লেপজিগের বিরুদ্ধে।