দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ ৩৫ বছর বয়সকে ফুটবলারদের কেরিয়ারের সায়াহ্ন বলে ধরা হয়। পেলে, মারাদোনা থেকে শুরু করে কাকা, জিদান, রোনালদিনহো, জাভি, ইনিয়েস্তার মতো ফুটবলাররা এই বয়সে এসে নিজেদের সেরা সময়ের ছায়া হয়ে দাঁড়িয়েছিলেন। সেখানে বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে এখনও আগের মতোই সপ্রতিভ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। জুভেন্তাসের হয়ে চলতি মরশুমে এখনও অবধি ৮ টা ম্যাচ খেলে ফেলেছেন তিনি। প্রতিটি ম্যাচেই হয় গোল করেছেন অথবা সতীর্থদের গোল করিয়েছেন। কাল তিনি নেমেছিলেন চ্যাম্পিয়ন্স লিগে ডায়নামো কিয়েভের বিরুদ্ধে। সেই ম্যাচে গড়লেন নতুন রেকর্ড।
খেলার প্রথমার্ধে বক্সের ভেতর আলেক্স সান্দ্রোরর পাস থেকে ডান পায়ের ইনস্টেপ দিয়ে অসাধারণ শট নিয়েছিলেন ক্রিশ্চিয়ানো। হতবাক গোলকিপারকে দাঁড় করিয়ে রেখে ক্রসবারে লেগে তার শট প্রতিহত হয়। আরও কয়েকবার প্রথমার্ধে ডিফেন্ডারদের কাটিয়ে বিপজ্জনক জায়গায় পৌঁছে গিয়েছিলেন তিনি কিন্তু গোল আসেনি। দ্বিতীয়ার্ধে ৫৩ মিনিটের মাথায় বক্সের বাঁ দিক থেকে কামানের গোলার মত নেওয়া তার শট ফের পোস্টে লেগে বাইরে যায়। তারপর ৫৭ মিনিটে মোরাতার পাস থেকে ফাঁকা গোলে বল ঠেলতেই আসে সেই ঐতিহাসিক মুহূর্ত। নিজের সিনিয়র কেরিয়ারের ৭৫০ তম গোলটি করে ফেলেন সি-আর-সেভেন। ফুটবল সম্রাট পেলে তার কেরিয়ারের ফ্রেন্ডলি ম্যাচগুলি বাদে মোট ৭৫৭ টি অফিসিয়াল গোল করেছিলেন। যেরকম ফর্মে রয়েছেন রোনাল্ডো, তাতে পেলেকে টপকে যাওয়া তার কাছে এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। নিজেকে আজ এই জায়গায় পাওয়ার জন্য তার কেরিয়ারের প্রত্যেক কোচ এবং সতীর্থকে ধন্যবাদ জানিয়েছেন রোনাল্ডো।
কালকের গোলটি চলতি মরশুমে ক্রিশ্চিয়ানোর দশম গোল। কালকের গোলের পর চ্যাম্পিয়ন্স লিগে তার গোলসংখ্যা দাঁড়ায় ১৩২। একইসাথে কালকের গোলটি ছিল তার জুভেন্তাসের হয়ে করা ৭৫ তম গোল। অর্থাৎ আর ২৫ টি গোল করলেই জুভের হয়ে ১০০ টি গোল করে ফেলবেন তিনি। কেরিয়ারে ৭৫০ টি গোলের মধ্যে ৪৫০ টি গোল করেছেন রিয়াল মাদ্রিদের হয়ে। নিজের প্রথম ক্লাব স্পোর্টিং লিসবনের হয়ে গোল করেছিলেন ৫ টি। রেড ডেভিলসদের হয়ে তার গোলসংখ্যা ১১৮। যদিও সেখানে প্রথম ৩ বছর তিনি খেলেছিলেন একজন মিডফিল্ডার হিসাবে। আর নিজের দেশ পর্তুগালের হয়ে তিনি মোট গোল করেছেন ১০২ টি। শেষপর্যন্ত তিনি কোথায় গিয়ে থামবেন তা হয়তো তিনি নিজেও জানেন না। পরের সপ্তাহে জুভেন্তাসের মুখোমুখি মেসির বার্সেলোনা। সেই ম্যাচেও কি নিজের ফর্ম ধরে রাখতে পারবেন রোনাল্ডো? উত্তরটা সময়ই দেবে।