দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ কথায় বলে বাপকা বেটা সিপাই কা ঘোড়া কুছ নেহি তো থোরা থোরা। এই প্রবাদই সত্যি হতে চলেছে মিক শুমাখারের ক্ষেত্রে। কে এই মিক শুমাখার? প্রবাদপ্রতিম ফর্মুলা ওয়ান রেস ড্রাইভার মাইকেল শুমাখারের ছেলে মিক। এবার বাবার মতোই ফর্মুলা ওয়ান রেসে নামতে চলেছেন তিনি। তবে বাবার মতো ফেরারি নয় মিক নামবেন মার্কিন টিম হাসের হয়ে।বছর একুশের শুমাখার পুত্র এখন ফর্মুলা টু তালিকায় রয়েছেন শীর্ষস্থানে। অন্য ড্রাইভারদের তুলনায় তিনি এগিয়ে আছেন ১৪ পয়েন্টে এবং তাও আবার রেসের দু’রাউন্ড বাকি থাকতেই। তাই আগামী দিনে ফর্মুলা ওয়ানের মাঠ কাঁপাবেন মিক এ জল্পনা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই।
ফর্মুলা টু-এর এই সফলতার পরেই রেকর্ড চুক্তিতে তাকে দলে টেনেছে টিম হাস। শুক্রবারই রেস ট্র্যাকে অনুশীলনে নামতে চলেছেন শুমাখার পুত্র। এদিন মিক জানান বাবার অনুপ্রেরণাতেই তার এই পেশা বেছে নেওয়া। আর আস্তে আস্তে গতির নেশা আচ্ছন্ন করে ফেলে তাকে। হাস দলে তার নতুন সতীর্থ রাশিয়ান চালক নিকিতা মাপেজিন।ফর্মুলা টুয়ের দুর্দান্ত পারফরম্যান্সই যে তার ফর্মুলা ওয়ানের রাস্তা খুলে দিচ্ছে এমনটাই মনে করেন মিক।বাবা মাইকেল শুমাখার সাত সাত বারের বিশ্বচ্যাম্পিয়ন। তাই স্বাভাবিকভাবেই ছেলের ওপর থাকবে প্রত্যাশার ভীষণ চাপ। তবে এখনই এসব নিয়ে মাথা ঘামাতে চান না মিক।
বাবা নয় নিজের নামেই নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে আর সেটাই এখন একমাত্র ভাবনা মিকের।যদিও মাইকেল শুমাখারের পুত্র হিসেবে রেস ট্র্যাকে নামলে তিনি যে আলাদা করে সকলের নজরে থাকবেন এ নিয়ে কোন সন্দেহ নেই। স্পোর্টসম্যান পিতার ভালোবাসাকে নিজের করে নিয়েছেন এমন উদাহরন এর আগেও রয়েছে প্রচুর।গাভাস্কার পুত্র রোহন থেকে শুরু করে শচীন পুত্র অর্জুন অবধি ভারত বর্ষ জুড়েও ছড়িয়ে আছে নানান দৃষ্টান্ত। তবে খেলায় আসলে খেলোয়াড়ের পরিচয়। সেখানে কে কার পুত্র সেটা বড় কথা নয়। প্রদর্শনই জানিয়ে দেবে তিনি কতটা বড় মাপের প্রতিভা। একই কথা খাটে মিক শুমাখারের ক্ষেত্রেও। তাই এখন তিনি রেস ট্রাকে দর্শকদের মন মাতাতে পারেন কিনা সে দিকেই লক্ষ্য থাকবে সকলের।