দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ কোভিড সংক্রান্ত সমস্যার কারণে ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে ক্রীড়াজগৎ। বন্ধ হয়ে গেছে একের পর এক বড় টুর্নামেন্ট। ব্যতিক্রম নয় ক্রিকেটও। টি-টোয়েন্টি বিশ্বকাপ, এশিয়া কাপের মত বড় আসর বন্ধ করে দিতে হয়েছে কোভিডের কারণে। এবার করোনার প্রভাব পড়তে চলেছে ক্রিকেটের ঘরোয়া মরসুমে। এর আগেই বিসিসিআই জানিয়েছিল, লকডাউনের মধ্যে ঘটনা ঘরোয়া ক্রিকেট শুরু করা সম্ভব নয়। বিশেষত খেলোয়াড়দের জীবন নিয়ে কোনোরকম বাজি খেলতে রাজি নয় বোর্ড। তবে আইপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে আস্তে আস্তে ভারতবর্ষেও ফিরতে চলেছে ক্রিকেট। এবার ঘরোয়া ক্রিকেটকে মাকে ফেরাতে উদ্যোগী হল সৌরভ গাঙ্গুলী নেতৃত্বাধীন বিসিসিআই। ইতিমধ্যেই শুরু হয়েছে বেঙ্গল টি-টোয়েন্টি লিগ। আগামী আইপিএলের কথা মাথায় রেখেই এই টি-টোয়েন্টি লিগের ভাবনা সিএবির।
কিন্তু ডিসেম্বরে দুই তারিখের মধ্যে রঞ্জি ও অন্যান্য ঘরোয়া ক্রিকেট মরসুম শুরু করা নিয়ে রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনগুলির মতামত চেয়েছিল বিসিসিআই। আপাতত যা খবর তাতে বেশিরভাগ অ্যাসোসিয়েশনগুলিই চাইছে রঞ্জি নয় সংক্ষিপ্ত টি-টোয়েন্টি ফরম্যাটেই ভারতে ফিরুক কোভিড পরবর্তী ক্রিকেট। করোনা পরবর্তী টুর্নামেন্ট শুরু নিয়ে চারটি অপশন দেওয়া হয়েছিল রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন গুলিকে।
১.শুধুমাত্র রঞ্জি ট্রফি।
২.শুধুমাত্র সৈয়দ মুস্তাক আলী ট্রফি।
৩.রঞ্জি এবং সৈয়দ মুস্তাক আলী ট্রফি দুটোই।
৪.শুধু মাত্র একদিনের ট্রফি।
বিসিসিআই তরফ থেকে পাঠানো এই মেলে ঘরোয়া মরশুমের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে ২০ ডিসেম্বর থেকে ১৮ মার্চ অবধি। সূত্রের খবর অনুযায়ী গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সৌরাষ্ট্র,মুম্বাই, পাঞ্জাব, বরোদা, বাংলা এবং তামিলনাড়ুর মতো ক্রিকেট অ্যাসোসিয়েশনগুলি প্রত্যেকেই বিজয় হাজারে এবং সৈয়দ মুস্তাক আলী ট্রফির পক্ষে মত দিয়েছে। মধ্য প্রদেশ, অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন অবশ্য সৈয়দ মুস্তাক আলী ট্রফির পরে রঞ্জি করার পক্ষে মত দিয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে বেশিরভাগ রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনগুলি টি-টোয়েন্টি ট্রফির মাধ্যমেই ফেরাতে চায় ঘরোয়া ক্রিকেট মরসুম।
বিসিসিআইয়ের পক্ষ থেকে সৈয়দ মুস্তাক আলী টি-টোয়েন্টি ট্রফির জন্য ২০ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত সময়সীমা ধার্য করা হয়েছে। ৬৭ দিনের রঞ্জি ট্রফির ম্যাচ গুলি হতে পারে ১১জানুয়ারি থেকে ১৮ মার্চের মধ্যে। অন্যদিকে বিজয় হাজারে টুর্নামেন্টের জন্য ভাবা হচ্ছে ১১ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি অবধি সময়সীমা।