দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ তার দীর্ঘ এবং আকর্ষণীয় ফুটবল কেরিয়ারে রোনাল্ডো জেতেননি এমন পুরস্কারের সংখ্যা খুবই সামান্য। এবার পর্তুগিজ মহাতারকার মুকুটে যুক্ত হল আরও একটি পালক। চ্যাম্পিয়ন্স লিগে ডায়নামো কিয়েভের বিরুদ্ধে নামার আগে মোনাকোর ‘দ্যা চ্যাম্পিয়ন্স প্রোমেনাড’ নামক প্রতিষ্ঠানের তরফ থেকে তাকে সম্মানিত করা হল ‘গোল্ডেন ফুট’ সম্মানের মাধ্যমে। ২০০৩ থেকে চলে আসা এই সম্মান প্রদান করা হয় ইউরোপিয়ান সার্কিটের একটি নির্দিষ্ট বছরের সেরা ফুটবলারকে। তবে একজন খেলোয়াড়কে পুরস্কারটি কেবল একবারই দেওয়া হয়ে থাকে।
প্রথম পর্তুগিজ ফুটবলার হিসেবে এই পুরস্কার জিতলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। প্রসঙ্গত ৩৫ বছর বয়সে তাঁর মুকুটে এই পালক যুক্ত হওয়ায় একটু আশ্চর্যই হয়েছে ফুটবল মহল। দিনের পর দিন, মরশুমের পর মরশুম দুর্দান্ত ফুটবল খেলার পরও এই পুরস্কার পেতে রোনাল্ডোর এত সময় লাগলো কেন তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন অনেকেই। আশ্চর্যের ব্যাপার রোনাল্ডোর চিরপ্রতিদ্বন্দ্বী ছয় বার ‘ব্যালন ডি-ওর’ জয়ী ফুটবলার লিও মেসিও এখনও অবধি এই সম্মান অর্জন করতে পারেননি।
গত মরশুমে দুর্দান্ত ছন্দে ছিলেন রোনাল্ডো। দেশ এবং ক্লাব মিলিয়ে গত মরশুমে ৪৮ টি গোল করেছিলেন তিনি। চলতি বছরে অর্থাৎ ২০২০ তে তার গোলসংখ্যা ৩৮। দুরন্ত ছন্দে থাকার পুরস্কার পেলেন তিনি। তার সঙ্গে সঙ্গে এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল তারই দলের অধিনায়ক জর্জে কিয়েল্লিনি, বার্সা অধিনায়ক লিওনেল মেসি এবং ডিফেন্ডার জেরার পিকে, রিয়াল মাদ্রিদ অধিনায়ক সের্জিও র্যামোস, লিভারপুল তারকা মো সালাহ্, ইন্টার মিলানের মিডফিল্ডার আর্তুরো ভিদাল, ম্যানচেস্টার সিটির আর্জেনটাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো এবং বায়ার্ন মিউনিখের গোলমেশিন রবার্ট লেয়নডস্কি। কিন্তু সকলকে টেক্কা দিয়ে এই পুরস্কার জিতে নিলেন জুভেন্তাসের তারকা ফুটবলার।
Cristiano Ronaldo, Golden Foot