দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা। এই আলোচনার প্রধান বিষয় হতে পারে আইপিএলে নতুন অংশগ্রহণ করতে চলা দুই দল সম্পর্কে, তিনজন জাতীয় নির্বাচক নির্বাচন এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে ভারতের প্রতিনিধি কে হবেন সেই বিষয়ে। এছাড়াও এজেন্ডার মধ্যে রয়েছে নতুন ভাইস প্রেসিডেন্ট নির্বাচন।
সব মিলিয়ে এজেন্ডার মধ্যে থাকছে ২৩টি বিষয় যা ২১ দিন আগেই পাঠিয়ে দেওয়া হয়েছে সমস্ত সংস্থাকে। আইপিএলে নতুন ফ্র্যাঞ্চাইজি করার ব্যাপারে আগ্রহী হয়েছেন আদানি এবং সঞ্জিভ গোয়েঙ্কার আরপিজি। এই গ্রুপে আগে রাইজিং পুনে সুপার জায়েন্টস দলটির মালিক ছিল। এবার অবশ্য আমেদাবাদ থেকে ফ্রাঞ্চাইজি নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে তারা। সূত্রের খবর অনুযায়ী অন্য দলটি আসতে পারে উত্তরপ্রদেশ কানপুর অথবা লখনৌ থেকে। এই তালিকায় রাখা হয়েছে মহারাষ্ট্রের পুনেকেও।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলে ভারতের প্রতিনিধি কে হবেন সেই বিষয়টি নিয়েও যথেষ্ট আগ্রহ রয়েছে ক্রীড়ামহলে। এক্ষেত্রে অবশ্য সব থেকে এগিয়ে আছেন বোর্ড সচিব তথা অমিত পুত্র জয় শাহ। এদিন আলোচনার মধ্যে থাকছে জাতীয় তিন নির্বাচক নির্বাচনের বিষয়টিও। এমনকি নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান কে হবেন সে নিয়ে আলোচনা হতে পারে এই দিন।এক্ষেত্রে অবশ্য অজিত আগারকারের নাম সামনে এসেছে আগে থেকেই। যদি তিনি জাতীয় নির্বাচক দলে যোগ দেন তবে চেয়ারম্যানও হতে পারেন তিনিই।২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও আলোচনা হতে পারে এই সভায়। এছাড়া ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে অন্তর্ভুক্তিকরণ হতে পারে ক্রিকেটের সেই নিয়েও আলোচনা হতে পারে বিসিসিআইয়ের এই বার্ষিক সভায়।