দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ পাকিস্তানের নিউজিল্যান্ড সফরকে ঘিরে ক্রমশ তৈরি হচ্ছে জটিলতা। মঙ্গলবার আরো তিন পাকিস্তানি ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছেন বলে খবর মিলেছে। এই নিয়ে মোট আক্রান্ত হলেন দশজন ক্রিকেটার। ইতিমধ্যেই কোভিড বিধি লংঘন করার জন্য সতর্ক করা হয়েছিল পাকিস্তানি ক্রিকেটারদের। ১৮ ডিসেম্বর দুই দলের মধ্যে টি-টোয়েন্টি সিরিজকে কেন্দ্র করে শুরু হবার কথা ছিল পাকিস্তানের কিউয়ি সফর। কিন্তু তার আগেই এতসংখ্যক ক্রিকেটার আক্রান্ত হওয়ায় এখন প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে সফরকে ঘিরে।
নিউজিল্যান্ডে মোট তিনটি টি-টোয়েন্টি ম্যাচ এবং দুটি টেস্ট খেলার কথা ছিল পাকিস্তানের। কিন্তু বর্তমান পরিস্থিতিতে কীভাবে সেই সিরিজ করা সম্ভব এখন সেই দিকেই তাকিয়ে আছে দু’দেশের ক্রিকেটমহল। ইতিমধ্যেই কড়া সর্তকতা জারি করেছে বোর্ড, কারণ পাকিস্তানি ক্রিকেটারদের বারবার নিয়ম বিধি লংঘন মোটেই পছন্দ হয়নি নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের।
সূত্রের খবর অনুযায়ী নিউজিল্যান্ডে পৌঁছানোর পর প্রথম তিন দিন ঘরে থাকার বদলে পাকিস্তানি ক্রিকেটারদের মাক্স না পরে আড্ডা দিতে এবং খাবার ভাগ করে খেতে দেখা গেছে। এমন অভিযোগ তুলেছেন স্বয়ং নিউজিল্যান্ড দলের প্রধান স্বাস্থ্য অধিকর্তা অ্যাশলে ব্লুমফিল্ড। এখন যদিও প্রত্যেককেই পড়া ভাবে ঘরে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে এবং এই নিয়ম অমান্য করলে তাদের সোজা দেশে ফেরত পাঠানো হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে।