দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ বুধবার রাতের জুভেন্তাস বনাম ডায়নামো ম্যাচটি স্মরণীয় হয়ে রইলো একাধিক কারণে। প্রথমত ৭৫০ গোলের মাইলফলক ছুয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফুটবলের ইতিহাসে তৃতীয় এবং একবিংশ শতাব্দীতে প্রথম ফুটবলার হিসাবে এই অনন্য নজির গড়েছেন সি-আর-সেভেন। বাকি দুজন ফুটবলার হলেন চেক রিপাবলিক এবং কেরিয়ারের বেশিরভাগ সময় স্লেভিয়া প্রাগের হয়ে ফুটবল খেলা জোসেফ বিকান এবং ব্রাজিল তথা বিশ্বফুটবলের অন্যতম সেরা ফুটবলার পেলে। এর মধ্যে পেলেকে টপকে যেতে আর মাত্র ৮ গোল প্রয়োজন রোনাল্ডোর। রোনাল্ডো নিজে তার পরিবারের সদস্যদের এবং তার সমস্ত কোচ এবং সতীর্থদের এই অর্জনের জন্য ধন্যবাদ জানিয়ে পর্তুগিজ মহাতারকা বলেছেন যে পরবর্তী লক্ষ্য ৮০০ তম গোল।
অপরদিকে কালকে রাতের ম্যাচ স্মরণীয় হয়ে থাকলো আরও একটি কারণে। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথমবারের মতো কোনও ম্যাচ পরিচালনা করলেন একজন মহিলা রেফারি। ৩৬ বছর বয়সী ফ্রেঞ্চ রেফারি স্টেফানি ফ্র্যাপার্ট কালকের ম্যাচে রেফারিংয়ের দায়িত্বে ছিলেন এবং অত্যন্ত দক্ষ ভাবে তারা ম্যাচ পরিচালনা করেছেন। তাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছেন মহিলাদের সঙ্গে পুরুষদের খেলা পরিচালনা করার ক্ষেত্রে বিশেষ কিছু তফাৎ নেই। খেলাটা ফুটবলই। আমাকে ফুটবল ম্যাচেই রেফারি হিসেবে থাকতে হবে, আলাদা কিছু নয়। এর আগে তিনি ইউরোপা লিগের দুটি ম্যাচ পরিচালনা করেছেন। দায়িত্বে ছিলেন লা লিগার ১৮ টি ম্যাচের। তবে এতদিন তার সবচেয়ে বড় কৃতিত্ব ছিল ইউয়েফা সুপার কাপ ২০১৯ এর লিভারপুল বনাম চেলসি ম্যাচ পরিচালনা। এখন চ্যাম্পিয়ন্স লিগের মতো জায়গায় কাজ করে তৃপ্ত তিনি নিজেও।