দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ শুরু হতে চলেছে ভারত অস্ট্রেলিয়া টি টোয়েন্টি সিরিজ। একদিনের সিরিজে লজ্জাজনক হারের পর এই সিরিজে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর টিম ইন্ডিয়া। ইতিমধ্যেই কোহলি জানিয়েছেন এখন তার পাখির চোখ টি-টোয়েন্টি। কিন্তু বলা আর করার মধ্যে ফারাক রয়েছে যথেষ্টই।কারণ বিপক্ষে রয়েছে আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়া। বিশেষত একদিনের সিরিজে ভারতকে নাস্তানাবুদ করার পর ফিঞ্চের আত্মবিশ্বাস যে এখন তুঙ্গে এ নিয়ে কোন সন্দেহ নেই। তাই লড়াইটা মোটেও সহজ হবে না কোহলি ব্রিগেডের পক্ষে। তবে একদিন একদিনের সিরিজের শেষ ম্যাচে ওয়ার্নারবিহীন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভালো জয় তুলে নিয়েছে কোহলি ব্রিগেড। এখন সেই জয়কেই জয়যাত্রা শুরুর প্রথম ইঙ্গিত হিসেবে কাজে লাগাতে বদ্ধপরিকর তারা।
অন্যদিকে ওয়ার্নারের না থাকা অস্ট্রেলিয়ার ক্ষেত্রে যে বেশ বড়োসড়ো সেটব্যাক শেষ একদিনের ম্যাচের দিকে তাকালেই তা বোঝা যায়। বিশেষত টি-টোয়েন্টি ক্রিকেটে ওয়ার্নারের মত মারকুটে ব্যাটসম্যানকে ভীষণ দরকার ছিল অজি বাহিনীর।তবে মনে রাখতে হবে ফর্মে ফিরেছেন অ্যারন ফিঞ্চ। গত তিন ম্যাচেই ভালো ব্যাটিং করে ভারতকে নাস্তানাবুদ করেছেন তিনি। অন্যদিকে স্মিথ এবং ম্যাক্সওয়েলের যুগলবন্দীও অস্ট্রেলিয়ার পক্ষে কার্যকরী ভূমিকা নিতে চলেছে কালকের ম্যাচে। তাছাড়া শেষ ম্যাচে বোলিংয়ে বেশ কিছু পরিবর্তন করেছিল অস্ট্রেলিয়া দল। আশা রাখা যায় দলই ফিরবেন টি-টোয়েন্টি বিশেষজ্ঞ অ্যান্ড্রু টাই। অন্যদিকে যশ হেজেলউড,সন অ্যাবোর্ট অস্ট্রেলিয়ান জোরে বোলিং লাইনআপকে যথেষ্ট ভরসাযোগ্য করে তুলেছেন। স্পিন বিভাগের ক্ষেত্রে অ্যাস্টন অ্যাগার-অ্যাডাম জ্যাম্পার উপরে নজর থাকবে সকলেরই। আশা করা যায় কালকের ম্যাচে যদি দ্বিতীয় ব্যাটিং করতে হয় টিম ইন্ডিয়াকে তাহলে গতদিনের পিচের কথা মাথায় রেখে অত্যন্ত বড় ভূমিকা থাকবে এই দুই স্পিনারের।
আরও পড়ুনঃ https://thecalcuttamirror.com/sports/15397/
ভারতীয় দলের ক্ষেত্রে একাদশে স্থান করে নিতে পারেন টি-টোয়েন্টি স্পেশালিস্ট মনিশ পান্ডে। তবে রোহিত শর্মার অনুপস্থিতিতে মূল দায়িত্ব অবশ্যই থাকবে কে এল রাহুল, শিখর ধাওয়ান এবং বিরাট কোহলির উপরে। একদিনের সিরিজে ভালো ফর্মে ছিলেন হার্দিক পান্ডিয়া। সেক্ষেত্রে কাল কোহলি তাকে উপরের দিকে ব্যাটিং করার সুযোগ দেন কিনা সেদিকেও নজর থাকবে ক্রীড়া বিশ্লেষকদের। অবশ্যই টি-টোয়েন্টি জিততে গেলে বড় ভূমিকা নিতে হবে ভারতীয় বোলারদেরও।সে ক্ষেত্রে যশপ্রিত বুমরাহ, দীপক চাহার এবং টি নটরাজনরা কতটা কার্যকরী হয়ে ওঠেন তার ওপর অনেকটাই নির্ভর করবে ভারতীয় দলের প্রদর্শন। স্পিন বিভাগে রবীন্দ্র জাদেজা এবং চাহালের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে যদি ভারত দ্বিতীয়ার্ধে ফিল্ডিং করতে নামে।
অন্যদিকে স্ট্যাটিসটিকসের দিকে তাকালে ২০১৬ সালের পর থেকে একবারও অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ জিততে পারেনি ভারত। এমনকি গতবার ওয়ার্নার এবং স্মিথবিহীন অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও হারতে হয়েছে কোহলিবাহিনীকে। সেক্ষেত্রে পরিসংখ্যান বদলে দিতে অবশ্যই মরিয়া হয়ে মাঠে নামবে ভারতীয় দল।
সম্ভাব্য একাদশ ভারতঃ শিখর ধাওয়ান, কে এল রাহুল (উইকেট কিপার),বিরাট কোহলি (অধিনায়ক),শ্রেয়াস আইয়ার, মনিশ পান্ডে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা/ওয়াশিংটন সুন্দর,দীপক চাহার,টি নটরাজন, যশপ্রীত বুমরাহ এবং যুজবেন্দ্র চাহাল।
সম্ভাব্য একাদশ অস্ট্রেলিয়াঃ অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ম্যাথু ওয়েড,স্টিভ স্মিথ, মজেস অনরিক্স,অ্যালেক্স ক্যারি (উইকেট কিপার),গ্লেন ম্যাক্সওয়েল,অ্যাস্টন অ্যাগার, মিচেল স্টার্ক/ অ্যান্ড্রু টাই,সন অ্যাবোর্ট,যশ হেজেলউড এবং অ্যাডাম জ্যাম্পা।