দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ কালকের ম্যাচে মুখোমুখি হতে চলেছে আইএসএল-এর দুই প্রাক্তন চ্যাম্পিয়ন দল চেন্নাইয়ান এফসি এবং বেঙ্গালুরু এফসি। শুক্রবার সন্ধ্যায় গোয়ার ব্যামবোলিন স্টেডিয়ামে দুই যুযুধান প্রতিপক্ষের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশায় ফুটবল ভক্তরা। কাল দুই দলই প্রতিযোগিতায় নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামবে। এখনও অবধি দুই দলই নিজেদের সেরা ফর্মে পৌঁছতে পারেনি। কাল দুই দলের কোচই তিন পয়েন্ট তুলে নিতে মরিয়া থাকবে। আইএসএলে মুখোমুখি ৭ বারের সাক্ষাতে দুই দলই একে অপরের বিরুদ্ধে জয় পেয়েছে তিন বার। একটি ম্যাচ অমীমাংসিত থেকেছে।
চেন্নাইয়ান এফসি চলতি মরশুমে নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছিল। জামশেদপুর এফসি-কে তারা হারিয়েছিল ২-১ ব্যবধানে। কিন্তু পরের ম্যাচটি তাদের গোলশূন্য ড্র হয় কেরালা ব্লাস্টার্সের সাথে। অপরদিকে বেঙ্গালুরু এফসি নিজেদের প্রথম ম্যাচে গোয়ার সাথে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ২-২ ফলে ড্র করে মাঠ ছাড়ে। দ্বিতীয় ম্যাচে হায়দ্রাবাদের সাথে তারাও গোলশূন্য ড্র করে। সুনীল ছেত্রীকে দুটি ম্যাচেই খুব একটা ছন্দে দেখা যায়নি। কাল অধিনায়ককে ফের পুরোনো মেজাজে দেখতে চাইবেন বেঙ্গালুরু ভক্তরা। তবে সাম্প্রতিক ফর্মের বিচারে কাল একটু হলেও এগিয়ে থাকবে চেন্নাইয়ান।
চেন্নাইয়ান এফসি-র সম্ভাব্য একাদশ-
গোলরক্ষক-
বিশাল কাইথ
রক্ষণ-
রেগান সিং, ইনেস শিপোভিচ, এলি সাবিয়া, জেরি লালরিনজুয়ালা
মাঝমাঠ-
অনিরুদ্ধ থাপা, দীপক ট্যাংগ্রি, রাফায়েল ক্রিভেলারো, লালরিনজুয়ালা ছাঙতে
আক্রমণ-
ইসমায়েল গনসালভেস, জ্যাকুব সিলভেস্টার
বেঙ্গালুরু এফসি-র সম্ভাব্য একাদশ-
গোলরক্ষক-
গুরপ্রীত সিং সাধু
রক্ষণ-
জুয়ানন, ফ্রান গঞ্জালেজ, হরমনজ্যোত খাবরা
মাঝমাঠ-
উদান্তা সিং, এরিক পার্তেলু, ওয়াংজাম, রাহুল ভেকে, ক্লিয়েটন সিলভা
আক্রমণ-
সুনীল ছেত্রী, ক্রিশ্চিয়ান ওপসেথ