দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টসে হেরে ভারতকে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। জাম্পারা থাকলেও অস্ট্রেলিয়ার মূল শক্তি যে পেস বোলিং, সেটা বলাই বাহুল্য। তাই উইকেট ফ্রেস থাকাকালীন স্টার্ক, হ্যাজেলউডদের সুইংয়ের সামনে ভারতীয় টপ অর্ডারের পরীক্ষা নেওয়াই ছিল ফিঞ্চের উদ্দেশ্য। তবে আশ্চর্যজনক ভাবে ভারতীয় দলে আজ জায়গা হয়নি তুই তারকা বোলার যশপ্রীত বুমরা ও যজুবেন্দ্র চাহালের। অভিষেক হয় নটরাজনের। আর শ্রেয়স আইয়ারের বদলে সুযোগ পেয়েছেন সঞ্জু স্যামসন।
ওয়ান ডে সিরিজে অফ কালার দেখালেও তার দক্ষতা টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই প্রমান করলেন স্টার্ক। তার এবং হ্যাজেলউডের প্রথম ওভারগুলিতে তারা হাতই খুলতে দেননি দুই ওপেনার লোকেশ রাহুল এবং শিখর ধাওয়ানকে। নিজের দ্বিতীয় ওভারে রাহুলের কাছে একটি বাউন্ডারি কনসিড করলেও আউট সুইংগিং হাফভলিতে ধাওয়ানকে বোল্ড করেন স্টার্ক।
ধাওয়ানের উইকেট যাওয়া অবশ্য কোনও প্রভাব ফেলেনি রাহুলের ওপর। তিনি পাল্টা আক্রমণ করতে থাকেন অস্ট্রেলিয়ার বোলারদের ওপর। পাওয়ার প্লে-এর শেষ ওভারে শ্যেন অ্যাবটের ওভারে একটি ছয় ও একটি চার সহ বারো রান নেন রাহুল। যোগ্য সঙ্গত দিচ্ছেন অধিনায়ক বিরাট কোহলিও। পাওয়ার প্লে শেষে ভারতের রানসংখ্যা ১ উইকেট হারিয়ে ৪২।