দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আজ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া এবং ভারত। ক্যানবেরায় ব্যাট করতে নেমে আজ প্রথমেই শিখর ধাওয়ানকে হারায় ভারতীয় দল। পাওয়ার প্লের এই ধাক্কা যখন সামলানোর চেষ্টা করছে কোহলি ব্রিগেড তখন সুইপসনের বলে তারই হাতে ক্যাচ দিয়ে মাত্র ৯ রানে ফিরে যান বিরাট কোহলি। দল পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়ে কে এল রাহুল এবং নতুন আসা সঞ্জু স্যামসনের ওপর। আজ আইপিএলের দুরন্ত ফর্ম বজায় রেখেছিলেন কে এল রাহুল।
মূলত তাঁর ব্যাটিংয়ের দৌলতেই এখন ভারত বড় রান তৈরি করার আশা করছে ক্যানবেরায়। আজ শুরু থেকেই বোলারদের ওপর আক্রমণাত্মক ছিলেন কে এল রাহুল। ঠিক যেমন ওয়ানডে সিরিজে তার দুরন্ত ফর্মের উপর নির্ভর করে বড় রান তারা করার লড়াই লড়েছিল টিম ইন্ডিয়া। আজও পরিস্থিতি সেরকমই। অন্যদিকে সঙ্গ দেওয়ার চেষ্টা করছেন সঞ্জু স্যামসনও। ম্যাচের মধ্যপর্ব করে ১১ ওভার অবধি আপাতত টিম ইন্ডিয়ার সংগ্রহ দু উইকেটের বিনিময়ে ৮৬ রান।
মাত্র ৩৭ বলে পাঁচটি চার ও একটি ছয়ের সাহায্যে নিজের দুরন্ত অর্ধশত রান পূর্ণ করে আপাতত ব্যাটিংয়ের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন রাহুল। ২৩ রানে খেলছেন স্যামসানও।