দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আজকে হিরো আইএসএল ২০২০-২১ মরশুমের ১৬ তম ম্যাচে মুখোমুখি হয়েছিল আইএসএল-এর দুই প্রাক্তন চ্যাম্পিয়ন দল চেন্নাইয়ান এফসি এবং বেঙ্গালুরু এফসি। শুক্রবার সন্ধ্যায় গোয়ার ব্যামবোলিন স্টেডিয়ামে দুই যুযুধান প্রতিপক্ষের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশায় টিভি স্ক্রিনে চোখ রেখেছিল ফুটবল ভক্তরা। দুই দলই প্রতিযোগিতায় নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামবে। এখনও অবধি দুই দলই নিজেদের সেরা ফর্মে পৌঁছতে পারেনি। তিন পয়েন্ট তুলে নিতে মরিয়া ছিল দুই পক্ষের কোচই।
প্রথমার্ধ থেকেই জমে উঠেছিল খেলা। আক্রমণ প্রতিআক্রমনের খেলায় দুই দলের কাছেই বেশ কিছু সুযোগ এসে গিয়েছিল। বেঙ্গালুরুর জুয়ানান এবং রাহুল ভেকে সেটপিসকে কাজে লাগিয়ে গোল করার কাছাকাছি চলে আসলেও গোল আসেনি। অপরদিকে দুর্দান্ত ভাবে অফসাইড ট্র্যাপ বিট করেও গোল করতে ব্যর্থ হন চেন্নাইয়ের তারকা ফরোয়ার্ড ইস্মা। প্রথমার্ধের শুরুর দিকেই মাঝমাঠে কড়া প্রতিদ্বন্দ্বীতা দেখা যাচ্ছিল দুই ভারতীয় জাতীয় দলের তারকা আশিক কুরুনিয়ান এবং অনিরুদ্ধ থাপার মধ্যে। বেশ কয়েকবার বাজে ট্যাকল করে হলুদ কার্ড দেখেন আশিক। তার একটি ট্যাকেলে পায়ের পাতায় চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন থাপা।
দ্বিতীয়ার্ধের ১০ মিনিটের মধ্যে ক্লিয়েটন সিলভাকে চেন্নাই ডিফেন্ডার দীপক বক্সের মধ্যে ফাউল করে বসায় পেনাল্টি পায় বেঙ্গালুরু। পেনাল্টি থেকে মরশুমে নিজের প্রথম গোল করে দলকে এগিয়ে দেন সুনীল ছেত্রী। গোল করার পরে আক্রমণের ঝাঁঝ আরও বাড়ায় বেঙ্গালুরু। ডিমাস ডেলগাডোর দুর্দান্ত শট অবিশ্বাস্য দক্ষতায় বাঁচান চেন্নাই গোলরক্ষক বিশাল কাইথ। অপরদিকে বেঙ্গালুরুর বিরুদ্ধে ওঠা একটি জোড়ালো হ্যান্ডবলের আবেদন নাকচ করেন রেফারি। ম্যাচে একবারের জন্যও ডিফেন্সের মোড়কে চলে যায়নি বেঙ্গালুরু। তাদের ক্রমাগত আক্রমণ বরাবর চাপে রেখেছিল চেন্নাইয়ানকে। শেষপর্যন্ত সুনীল ছেত্রীর একমাত্র গোলেই মরশুমে নিজেদের প্রথম জয় তুলে নেয় কার্লেস কুয়াড্রাটের ছেলেরা।