দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ চলতি মরশুমে প্রথম বারের জন্য আইএসএল খেলতে নেমেছে এসসি ইস্টবেঙ্গল। কিন্তু প্রথম দুটি ম্যাচ হেরে চাপে পড়ে গিয়েছে রবি ফাওলার বাহিনী। এটিকে মোহনবাগান ও মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে শোচনীয় পরাজয় থেকে শিক্ষা নিয়ে শনিবার নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে পারবে কিনা লাল হলুদ শিবির, সেই প্রশ্নেই রাতের ঘুম উড়েছে শতাব্দী প্রাচীন ক্লাবের ভক্তদের। তবে কালকের ঘুরে দাঁড়ানোর গুরুত্বপূর্ণ ম্যাচে দলে বেশ কয়েকটি পরিবর্তন করতে পারেন ইস্টবেঙ্গল ম্যানেজার রবি ফাওলার। দলের অধিনায়ক ড্যানি ফক্স কাল থাকবেন না চোটের জন্য। ফলে ডিফেন্সে নতুন কম্বিনেশন দেখা যাবে।
কাল ইস্টবেঙ্গল বনাম নর্থইস্ট ইউনাইটডের মধ্যে আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচটি হবে গোয়ার তিলক ময়দান স্টেডিয়ামে। শনিবারের এই ম্যাচ ইস্টবেঙ্গলের কাছে ডু অর ডাই। প্রতিযোগিতার প্রথম তিনটি ম্যাচে যদি হারতে হয় তবে কামব্যাক একপ্রকার অসম্ভব হয়ে যাবে। এই ম্যাচে ৩-৪-১-২ ছক দল সাজাতে পারেন রবি ফাওলার। নিজেদের অভ্যস্ত ফর্মেশনেই মাঠে নামবে নর্থ ইস্টও।
ইস্টবেঙ্গলের সম্ভাব্য একাদশ :-
গোলরক্ষক-
দেবজিৎ মজুমদার
রক্ষণ-
সুরচন্দ্র সিং, স্কট নেভিল, ইরশাদ,
মাঝমাঠ-
নারায়ণ দাস, ম্যাটি স্টেইনম্যান, মহম্মদ রফিক, আন্টোনি পিলকিংটন, জ্যাকুয়াস মাঘোমা
আক্রমণ-
জেজে লালপেখলুয়া, বলবন্ত সিং
নর্থ ইস্ট সম্ভাব্য একাদশ :-
গোলরক্ষক-
শুভাশিস রায় চৌধুরী
রক্ষণ-
আশুতোষ মেহেতা, গুরজিন্দর কুমার, ডিলান ফক্স, প্রভাত লাখরা
মাঝমাঠ-
বেঞ্জামিন লামবোট, খাসা কামারা, লালেনগমাওয়াইয়া,
আক্রমণ-
ব্রিটো, ইদ্রিসা সিলা, লুইস মাচাদো