25 C
Kolkata
Thursday, March 23, 2023
More

    রোচের বাবার মৃত্যুতে আন্তরিক শোকজ্ঞাপন উইলিয়ামসনের, প্রস্তুতির মধ্যেই জড়িয়ে ধরলেন ক্যারিবিয়ান ফাস্ট বোলারকে!

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ পিতৃবিয়োগের শোক সঙ্গে নিয়েই মাঠে নেমেছিলেন ক্যারিবিয়ান পেসার। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডই রোচের বাবা মারা যাওয়ার খবর জানায় সোশ্যাল মিডিয়ায়। সেই জন্য দুই দলের খেলোয়াড়দের কালো আর্ম ব্যান্ড পরে ম্যাচে নামতে দেখা যায়।

    আইপিএল চালকালীন এমন মানসিক দৃঢ়তা দেখিয়েছিলেন মনদীপ সিং। অস্ট্রলিয়া সফরে একই পরিস্থিতিতে পড়েছিলেন মহম্মদ সিরাজ। এবার নিউজিল্যান্ড সফর চলাকালীন অত্যন্ত বেদনাদায়ক খবর পেলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা পেসার কেমার রোচ।

    সেডন পার্কে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের ঠিক আগে পিতৃবিয়োগ হয় কেমার রোচের। ভারাক্রান্ত মনেই ক্যারিবিয়ান তারকা খেলতে নামেন প্রথম টেস্টে।

    তবে ম্যাচ শুরুর আগে একটি ছবি ক্রিকেট অনুরাগীদের মন ছুঁয়ে যায়। ম্যাচের ঠিক আগে শেষ মুহূর্তের প্রস্তুতির সময় রোচের পিতৃবিয়োগের কথা জানার পর কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন জড়িয়ে ধরেন ক্যারিবিয়ান তারকাকে। উইলিয়ামসনের এমন আচরণের প্রশংসা করেন নেটিজেনরা। এর আগে আইসিসি ওয়ার্ল্ড কাপের ফাইনালে বা ইন্ডিয়া-নিউজিল্যান্ড সিরিজে সদাহাস্যময় অবস্থায় দেখা গেছে তাকে। তিনিই প্রমাণ করেছেন যে কেন এই খেলাটিকে ‘জেন্টলস্-ম্যান গেম’ বলা হয়। এবার সেই স্পোর্টিং স্পিরিটের আরেকটি দৃষ্টান্ত দেখা গেল হ্যামিল্টন টেস্টে। r

    হ্যামিল্টনে টস হেরে প্রথমে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড দ্বিতীয় দিনে সাত উইকেটের বিনিময়ে ৫১৯ রান তোলে। উইলিয়ামসন ২৫১ রানের অসাধারণ ইনিংস খেলে আলজারি জোসেফের বলে ক্যাচ দিয়ে যান। তার ইনিংসে ছিল ৩৪টি চার আর দুটি ছক্কা। কিউয়ি অধিনায়ক নিজের কাঁধেই নিউজিল্যান্ডের ব্যাটিংকে টেনে নিয়ে যান। এছাড়া টম লাথাম ৮৬ রান করেন আর জেমিসন ৫১ রানে অপরাজিত থাকেন। কেমার রোচ ৩০ ওভার বল করে ১১৪ রানের বিনিময়ে তিনটি মূল্যবান উইকেট তুলে নেন। দ্বিতীয় দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজ বিনা উইকেটে ৪৯ রান করেছে, ব্যাট করছে ক্রেগ ব্র‍্যাথওয়েট আর ক্যাম্পবেল।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    সরে গেল ‘এটিকে’ , পরের মরশুমে ঝড় তুলতে আসছে ‘মোহনবাগান সুপার জায়ান্টস’

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চ্যাম্পিয়ন হওয়ার পরে বড় ঘোষণা করলেন সঞ্জীব গোয়েঙ্কা। মোহনবাগানের নামের শুরু থেকে সরে গেল...

    ভারতসেরা ‘মোহনবাগান’ ! বাঙালির গর্বের দিন

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চাপ বনাম পাল্টা চাপ। পেনাল্টি বনাম পাল্টা পেনাল্টি। অফুরান দৌড় আর স্কিলের ফুলঝুরি দেখাতে...

    ISL চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগান

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : আই এস এল ফাইনালে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিলো এটিকে মোহনবাগান । বেঙ্গালুরু এফসিকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হলো...

    বাড়িতে আনুন বেশকিছু হোমিওপ্যাথি ঔষধ , পাবেন বহু সমস্যা মুক্তি

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : হোমিওপ্যাথি এক পুরনো চিকিৎসা পদ্ধতি। আয়ুর্বেদের সঙ্গেও এই চিকিৎসা পদ্ধতির বেশ কিছু মিল...

    বড় বড় মার্কিন ব্যাংকের পতন ! আসছে মহামন্দা ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : সিলিকন ভ্যালি ব্যাঙ্ক এবং সিগনেচার ব্যাঙ্ক – পর পর দুই বড় মাপের মার্কিন ব্যাঙ্কের...