দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ গতকাল এবারের অস্ট্রেলিয়া সফরে এই প্রথমবার লিড তুলে নিয়েছে ভারত। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে কাল ১১ রানে অস্ট্রেলিয়াকে পরাজিত করে তারা।প্রথমে ব্যাট করতে নেমে কে এল রাহুলের দুর্দান্ত অর্ধশত রানের পরেও ৯৭ রানেই অর্ধেক টিমকে হারিয়ে ফেলেছিল ভারত। সুতরাং একদিনের সিরিজের পর আবার ভারতের ভরসা ছিল হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাদেজা। কিন্তু কাল হার্দিক পান্ডিয়ার ব্যাটেও তেমন রান আসেনি। মাত্র ১৬ রানেই অনরিকেসের শিকার হয়ে তিনি যখন প্যাভেলিয়ান অভিমুখে রওনা দেন ভারত তখন গভীর সমস্যায়।
সেই অবস্থা থেকে আবারও ত্রাতা হলেন রবীন্দ্র জাদেজা। মাত্র ২৩ বলে পাঁচটি চার ও একটি বিশাল ছয়ের দৌলতে ৪৪ রানের অনবদ্য ইনিংস উপহার দেন তিনি। মূলত তাঁর ইনিংসের হাত ধরেই ১৬১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্যে পৌঁছায় টিম ইন্ডিয়া। এদিন ২০ তম ওভারে স্টার্কের বাউন্সার সামলাতে না পেরে মাথায় চোট পান এই রাজপুত ব্যাটসম্যান। কিন্তু লড়াইয়ের জমি ছাড়েননি তিনি। তার পরেও একটি বিশাল ছক্কা হাঁকিয়ে তিনি বুঝিয়ে দেন ক্রিকেট শুধু তার নেশা নয় জীবনের বড় ধর্মও বটে। কিন্তু কনকাশন নিয়মের কারণে দ্বিতীয় ইনিংসে আর মাঠে ফিরতে পারেননি জাদেজা। যদিও কামাল করে দেন তার বদলে আসা চাহাল। ৪ ওভারে মাত্র ২৫ রান দিয়ে ফিঞ্চ স্মিথ এবং ওয়েডকে সাজঘরে ফেরান তিনি। যার দৌলতে ১১ রানের সহজ জয় তুলে নেয় টিম ইন্ডিয়া।
কিন্তু এসব কোন কিছুই হতো না যদি না ৪৪ রানের অনবদ্য ইনিংস খেলতেন স্যার জাদেজা। তবে ম্যাচের পরে ভারতের জন্য দুঃখজনক সংবাদই অপেক্ষা করছিল। মাথায় চোটের কারণেi এবার টি-টোয়েন্টি সিরিজ থেকে বাইরে চলে যেতে হল তার রবীন্দ্র জাদেজাকে।সূত্রের খবর অনুযায়ী কনকাশন টেস্ট পাস করতে পারেননি তিনি। জাদেজার মত একজন দক্ষ অলরাউন্ডারের না থাকা আগামী ম্যাচগুলোতে যথেষ্ট ভোগাবে টিম ইন্ডিয়াকে। এমনিতেই গোড়াপত্তনের ক্ষেত্রে রোহিত শর্মার অভাব যথেষ্ট বোধ করছে বিরাট বাহিনী। তার উপর স্যার জাদেজার না থাকা আগামীদিনের সিরিজগুলিতে ভারতকে কতটা ভোগায় সেদিকেই এখন লক্ষ্য থাকবে সকলের।